• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে নতুন করে কথা বলবেন না, ঝগড়া লাগবে : মাহী বি চৌধুরী


মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৪, ০১:৪২ পিএম
রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে নতুন করে কথা বলবেন না, ঝগড়া লাগবে : মাহী বি চৌধুরী
মাহী বি চৌধুরী। ছবি : সংগৃহীত

রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে কেউ নতুন করে কথা বলবেন না, এতে ঝগড়া লাগবে—এমন মন্তব্য করে বিকল্পধারা বাংলাদেশেরꦏ যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী বলেছেন, রাষ্ট্রীয় মর্য๊াদা বলে কিছু নাই, মর্যাদার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ মর্যাদা দিতে পারে না।

রোববার (৬ অক্♒টোবর) সকাল সোয়া ১০টার দিকে মুন্সীগঞ্জে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর জানাজার আগে উপস্থিত লোকজনের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

মাহী বি চৌধুরী বলেন, “যারা আজ ভালো অবস্থায় আছেন তারা অন্যদের দৌড়ের ওপর রাইখেন না🧸। ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী না। মানুষকে সম্মান💟 করবেন। তাহলে সম্মান পাবেন। এটাই বি চৌধুরী সাহেবের শিক্ষা। যারাই ক্ষমতায় আসুক, আমরা বি চৌধুরী সাহেবের পরিবার সবসময় মাথা উঁচু করে বিক্রমপুরের মাটিতে এসে দাঁড়াতে পেরেছি।”

তিনি আরও বলেন, “রাজনীতি রাজনীতির জায়গায়। কিন্তু, জিয়াউর রহমানের ছবিটা এখনও তার বেডরুমে মাথার ওপরে রয়েছে। কাজেই, রাজনীতির জন্য বিক্রমপুরের একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক যেন নষ🐎্ট না হয়।”

তিনি বলেন, “আমাদের মনে আছে, ২০০৪ সালে বঙ্গভবন থেকে বের হয়ে তিনি বলেছেন, ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী হয় না। কিন্তু, ইজ্জত আল্লাহর বিশেষ দান। রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে কেউ নতুন করে কথা বলবেন না। এতে ঝগড়া লাগবে। আমরা নতুন করে ঝগড়া চাই না। তিনি মারা যাওয়ার সময় তার ছাত্র-ছাত্রী, ডাক্তার, নার্স, রাজনৈতিক নেতাকর্মী মিলে এক-দেড়শ লোক উপস্থিত ছিল। তাদের কোলে মাথা রেখে তিনি আস্তে আস্তে আল্লাহর কাছে চল🦄ে গেছেন। এমন মর্যাদা, সম্মান🐭 রাষ্ট্র দিতে পারবে না।”

সকালে শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে একিউএম বদরুদ্দোজা চৌধুরীর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ไপ্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের স্☂থানীয় নেতৃবৃন্দসহ হাজারো মানুষ অংশ নেন।

সাবেক রাষ্ট্রপতির মরদেহ নিয়ে যাℱওয়ার কথা রয়েছে তার গ্রামের বাড়িতে। সেখানে জোহরের নামাজের পর মজিদপুর দয়হাটায় চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হ💛বে তাকে।

Link copied!