• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


টেস্ট সিরিজেও বাংলাদেশ জিততে পারে: ডোনাল্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৯, ২০২২, ০৬:২৪ পিএম
টেস্ট সিরিজেও বাংলাদেশ জিততে পারে: ডোনাল্ড
ছবি সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে জয়রথ যেন চলছেই। চলতি বছরের শুরুতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দল নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে ﷺটেস্টে হারায় বাংলাদেশ। এরপর আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পর দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজেও ২-১ ব🐈্যবধানে জয়লাভ করেছে তামিম ইকবালরা। 

বিদেশের মাটিতে টাইগারদের সাম্প্রতিক সময়ে এসব জয়ে উজ্জীবিত বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজে ঐতিহাসিক জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশের এবার লক্ষ্য দুই ম্যাচের টেস্ট সিরিজের দিকে। সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলের পেস🍨 বোলিং কোচ ও দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার অ্যালান ডোনাল্ড মনে করছেন এই সিরিজেও জয় পেতে পারে মুমিনুল হকরা। 

ডোনাল্ড বলেন, "এখানে (দক্ষ𓄧িণ আফ্রিকায়) তাদের সেরা দলকে হারানোই বলে দেয়, পেসারদের মানসিকতা কেমন। এ অর্জনও যে সম্ভব, সেটা ওরা প্রমাণ করেছে। নিউজিল্যান্ডেও বাংলাদেশের পেসাররা নিজেদের প্রমাণ করেছে। দক্ষিণ আফ্রিকাকেও তাদের মাটিতে হা🍸রানোর খুব সম্ভাবনা আছে বাংলাদেশের।"

তিনি আরও বলেন, "বাংলাদেশি পেসারদের দেখে আমি অবাক হয়েছি। ওদের চেষ্টা আমাকে আনন্দিত করছে। খেলাটাকে তারা কীভাবে খেলতে চায়, এটা দেখে ভালো লাগছে। আর ওরা সবাই খুবই ভালো শ্রোতা। ওরা এখানকার কন্ডিশনের 𒀰সুবিধাটা ভালোভাবেই নিতে পেরেছে। ওয়ানডেতে খুব আগ্রাসী মেজাজে থেকে ভালো বোলিং করেছে। পরিকল্পনাগুলোও খুব ভালোভাবে মেনেছে।"

টাইগার বোলিং কোচ আরও বলেন, "রাবাদা, নরকিয়া, এনগিডিকে ছাড়া খেলতে হবে স্বাগতিকদের। এটা ওদের জন্য চ্যালেঞ্জিং হবে। তবে ওদের ব্যাকআপ সিমাররাও ভালো করবে। ডুয়াইন অলিভিয়ে পেস আক্রমণের নেতৃত্ব দেবে। ডুপাভিল🌌ন হয়তো দলে যোগ দেবে। আমার মনে হয়, টেস্ট সিরিজে খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে।" 

Link copied!