• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মেসির উচ্চতা ৬৯ মিটার!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২১, ০৯:৪৯ পিএম
মেসির  উচ্চতা ৬৯ মিটার!

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সর্বকালের সেরা খেলোয়াড় ও ফুটবল ইতিহাসের সেরাদের একজন লিওনেল মেসি। অজর্নের খাতায় এমন কিছু নেই যে মেসি জিতেননি। এবার সাত বারের ব্যালন ডি'অর জয়ীর প্রতি সম্মান জানিয়েছে মেসির শহর রোজারিও। আর্জেন্টাইন অধিনায়ককে উৎসর্গ করে ৬৯ মিটার লম্বা এক ম্যুরালের উদ্বোধন হয়েছে রোজারিওতে। 

পেইন্টিংটিতে জাতীয় দলের অধিনায়𓆉ক হিসেবে দেখানো হয়েছে মেসিকে। এতে দেখা যায় মেসি ১০ নম্বর ▨জার্সি পড়ে আছেন, ডান হাত দিয়ে বুক স্পর্শ করে রেখেছেন এবং একটি উজ্জ্বল সূর্যের আলো তার মাথার কাছে পড়ছে। 

গ্রাফিতিতে লেখা রয়েছে "ফ্রম আদার গ্যালাক্সি, ফ্রম মাই সিটি";। গ্রাফিতিটি ডিজাইন ও আঁকার দায়িত্ব নিয়েছিলেন স্থাꦕনীয় শিল্পী মারলেন জুরিয়াগা এবং লিসান্দ্রো উর্টেগা। ম্যুরালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প🦩্রাথমিক বিদ্যালয়ের একদল শিশুকে আমন্ত্রণ জানিয়েছিল রোজারিও কর্তৃপক্ষ।

পিএসজির জার্সিতে মেসি 

এই ম্যুরালটি কমন মেসি নামে একটি প্꧅রকল্পের অংশ। যাদের লক্ষ্য রোজারিওতে জন্ম নেওয়া ফুটবল সুপারস্টারের চিত্রটিꦅ শহরের বিল্ডিংয়ে ছড়িয়ে দেওয়া।

রোজারিও আশেপাশের ক্লাব গ্র্যান্ডোলিতে প্রথম ফুটবলে পা দিয়েছিলেন মেসি। তারপর ছয় বছর বয়সে নিউওয়েস ওল্ড বয়েজে চলে যান তিনি। বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক শেষ করে বর্🐎তমানে পিএসজিতে খেলছেন মেসি।  

খেলা বিভাগের আরো খবর

Link copied!