মুম্বাইয়ে ভারতের প্রথম ইনিংসের সবকটি উইকেট নিয়ে ইতꦐিহাস গড়েছিলেন নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল। টেস্টের এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি এজাজের আগে আছে কেবল দুইজনের। একজন ইংল্যান্ডর জিম লেকার, অন্যজন ভারতের অনিল কুম্বলে। তবে 💟আগের দুইজন ১০ উইকেটের কীর্তি গড়েছিলেন ঘরের মাঠে, এজাজ করলেন প্রতিপক্ষের মাঠে।
ম্যাচ শেষে লেকার-কুম্বলের সঙ্গে আরেকটা পার্থক্য তৈরি হল এজাজের। যদিও এমন পার্থক্য চাননি তিনি। সেটি হচ্ছে লেকার-কুম্বলের কীর্তিময় ম্যাচে জিতেছিল তাদের দল। কিন্তু এজাজের আনন্দকে বিষাদে পরিণত করে মুম্বাই টেস্ট হেরেছে ন🌳িউজিল্যান্ড। টেস্টের চতুর্থ দিনের প্রথম ঘণ্টায়ই বিরাট কোহলির ভারতের কাছে আত্মসমর্পণ করেছেন কিউই ব্যাট👍াররা।
এজাজের ঘূর্ণির জাদুর সামনে লড়ে নিজেদের প্রথম ইনিংসে ৩২৫ রান করেছিল ভারত। ভারতের হয়ে ১৫০ রান করেন মায়াঙ্ক আগারওয়াল। এছাড়া শুভমান গিল ৪৪ ও অক্♕ষর প্যাটেল ৫২ রান করেন।
অন্যদিকে ভারতীয় বোলারদের দাপটের মুখে মাত্র ৬২ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে কোনো দলের এটাই সর্বনিম্ন স্কোর। ফলে দ্বিতীয় ইনিংসে নামার আগেই ২৬৩ রানের লিড পেয়ে যায় ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৭৬ রানে ইনিংস ঘোষণা করে ভারত। ফলে নিউজিল্যান্ডের সামনে দাঁড়ায় ৫৩৯ রানের এক পাহাড়। সেই পাহাড় টপকাতে গিয়ে ১৬৭ রানেই ভেঙে পড়ে কিউইদের ইনিংস। ফলে সিরিজ🎃ের দ্বিতীয় ও শেষ টেস্টটি ৩৭২ রানে বিশাল ব্যবধানে জিতে নেয় স্বাগতিকরা।