সিলেট থেকে: নারী এশিয়া কাপে আরও একবার হবে ভারত-পাকিস্তান লড়াই। এমন আশায় ♔বুক বেঁধেছিল অসংখ্য ক্রিকেট সমর্থক। তবে শেষ মুহূর্তে ম্যাচ জিতে সেই আশায় পানি ঢেলে দেয় শ্রীলঙ্কা। ম্💧যাচ হারের জন্য শেষদিকের খারাপ ব্যাটিংকেই দুষেছেন পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফ।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) শেষ বলের নাটকীয়তায় ম্যাচ🉐 জিতেছে শ্রীলঙ্কা। প্রথমে পয়েন্টে ক্যাচ মিস করলেও রান আউট করতে ভুল করেননি কাভিশা দিলহারি। তাতেই ১৪ বছর পর ফাইনালের স্বাদ পাচ্ছে শ্রীলঙ্কা।
ম্যাচ হারের পর বিসমাহ মারুফ বলেন, “এটা ভালো একটা খেলা ছিল। সবাই খেলায় আনন্দ 🃏পেয়েছে। আমরা মাঝের ওভারে খেলা পুরো নিয়ন্ত🐻্রণে নিয়েছিলাম। শেষদিকে ভালো ব্যাটিং হয়নি। বোলিংয়ের সময় কিছু খারাপ বল করেছিলাম।”
লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুর꧟ মতো বিসমাহ মারুফের কণ্ঠে ঝড়েছে উইকেটের প্রশংসা। আতাপাত্তুর সাথে কণ্ঠ মিলিয়ে তিনি বলেন, “উইকেট 💫দারুণ ছিল।”
ম্যাচ জয়ে পাকিস্তানি ব্যাটারদের ব্যর্থতার মূল কারণ ছিল শ্রীলঙ্কার দারুণ বোলিং। তাই তো লঙ্কান বোলারদের প্রশংসা করতে একটুও কুণ্ঠা বোধ করেননি বিসমাহ। বলেন, “ওদের বোলাররা দারুণ বোল🐬িং করেছে। যারা এই টুর্নামেন্টে🉐 খেলেছে তারা সবাই দারুণ ছিল।”
পুরো টুর্নামেন্টে একমাত্র 🎃থাইল্যান্ডের বিপক্ষে বাজে একটি ম্যাচ উপহার দিয়েছি𒅌ল পাকিস্তান। ওই ম্যাচের পরও সেমি-ফাইনালে উঠে টানটান উত্তেজনার এমন একটি ম্যাচ খেলতে পারায় সতীর্থদেরকেও প্রশংসায় ভাসাতে দেরি করেননি পাক কাপ্তান।
বিসমাহ মারুফ বলেন, “থাইল্যান্ড ম্যাচের পরও এমন পারফর্মেন্সে আমাকে গর্বিত করেছে। ওই ম্যাচের পর এভাবে ঘ🦩ুরে দাঁড়ানো যায় আমার বিশ্বাস ছিল না।”