১৭ বছর পর স্প্যানিশ লিগ লা লিগার মৌসুম শুরু হতে যাচ্ছে লিওনেল মেসি ছাড়া। একসময় ক্রিস্টিয়ানো রোনালদো, সার্জিও রামোস, নেইমার জুনিয়র ও গ্যারেথ বেলের মতো তারকারা খেলতেন স্পেনে। স্প্যানিশ লিগেই ফুটবলপ্রেমীরা দেখ♊েছে মেসি-রোনালদোর দ্বৈরথ। গুরুত্বপূর্ণ তারকাদের হারিয়ে এবারের মৌসুমে লা লিগার সবচেয়ে বড় তারকা কে হতে যাচ্ছে তা নিয়ে চলছে বিস্তর আলোচনা।
চলুন দেখে নিই কে হতে যাচ্ছে লা লিগার সবচেয়ে �🏅�বড় তারকা-
১) জান ওবলাক
লা লিগায় হয়তো✱ বিশ্বের শীর্ষ খেলোয়াড় আর নেই, কিন্তু ইউরোপের সেরা গোলরক্ষক আছেন অ্যাটলেটিকো মাদ্রিদের ওবলাক। পাঁচটি জামোরা ট্রফি রয়েছে তার নামের পাশে, দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদের সাফল্যের চাবিকাঠি বলা যায় স্লোভেনিয়ান এই গোলকিপারকে।
২) করিম বেনজেমা
রিয়াল মাদ্রিদে ক্রিস্টিয়ানো রোনালদো পরবর্তী যুগে গোল করার দায়িত্ব পুরোটাই নিয়েছেন ফরা♊সি স্ট্রাইকার করিম বেনজেমা। গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোলও করাচ্ছেন তিনি। ৩৩ বছর বয়সী বেনজেমা এখনো বিশ্বের সেরা ৯ নাম্বারদের মধ্য একজন।
৩) অ্যান্টোনি গ্রিজম্যান
অ্যাটলেটিকো থেকে বার্সেলোনায় যাওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ 🎐হয়েছেন গ্রিজম্যান। যদিও গত মৌসুম ভালোই কাটিয়েছেন এই ফরাসি। মেসি চলে যাওয়ায় দলের গোল করা ও করানোর দায়িত্বে থাকবেন তিনি। যদি ব্লাউগ্রানারা এই মৌসুমে কোন সাফল্য পেতে চায়, তাহলে তাদের ফরাসি ফরোয়ার্ডকে এগিয়ে যেতে হবে এবং আরো দায়িত্বশীলতার সঙ্গে দলে তার ভূমি💯কা প্রমাণ করতে হবে।
৪) লুইস সুয়ারেজ
এই উরুগুইয়ানের গোলেই গত মৌসুমে অ্যাটলেটিকে লা লিগার শিরোপা জিততে পেরেছিল। এবারের মৌসুমেও একই ধারা বজায় রাখ🐲বেন বলে আশা করা যাচ♏্ছে।
৫) ডেভিড আলাবা
সার্জিও রামোসের ক্লাব ছাড়ার পর রিয়াল মাদ্রিদ দলে ভিড়িয়েছে অস্ট্রিয়ান ডেভিড আলাভাকে। এই মৌসুমে রিয়াল মাদ্রিদের ৪ নম্বর জার্সি পড়বেন তিনি থাকবেন। বায়ার্ন মিউনিখে দুর্দান্ত পারফরম্যান্স করা এ ডিভেন্ডারের প্রতি স্বভাবতই চোখ থাকবে ক্রীড়া প্ꦿরেমিদের।
৬) পেড্রি গঞ্জালেজ
বার্সা কোচ রোনাল্ড কোমানের অধীনে উল্কাপিণ্ডের মতো উত্থান হয়েছে ১৮ বছর বয়সী পেড্রি গঞ্জালে🌳জের। গত মৌসুমে বার্সা ও ইউরোতে স্পেনের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা এই মিডফিল্ডারেত উপর নিশ্চয়ই চোখ থাকবে।
এছাড়া ভিয়ারিয়াল স্ট্রাইকার জেরার্ড মরিনো, অ্যাটলেটিকোর মার্কোস লোরেন্তে, রিয়াল মাদ্রিদের বেলজিয়ামের উইঙ্গার এডেন হ্যাজার্ড, বার্সার নতুন সাইনিং মেমফিস ডেপাই ও ব্যালন ডি'অর জয়ী ক্রোয়েশিয়ান লুকা মডরিচের ওপর সবার নজর থাকবে।