হকির এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা শুভকর হলো না বাংলাদেশের। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বাংলাদেশকে গোল বন্যায় ভাসালো ভারত। শক্তিশ𓄧ালী ভারতের কাছে ৯-🍸০ গোলে উড়ে গেল বাংলাদেশ।
খেলার ১১ মিনিট পর্যন্ত অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারত দলকে কোনো গোল করতে দ🍸েয়নি বাংলাদেশ। এর পরের মিনিটেই গোল করে ভারতকে এগিয়ে দেন দিলপ্রিত সিং।
এরপর একের পর এক গোল করতে থাকে ভারত। আর﷽ নির্ধারিত সময় শেষে স্ক💎োরলাইন দাঁড়ায় ৯-০।
ভারতের হয়ে তিন গোল করেছেন হারমানপ্রিত সিং। আর একটি করে গোল করেছেন ললিত কুꦑমার, আকাশদ্বীপ সিং, হারমানপ্রীত সিং ও মানদ♍্বীপ মোর।