টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে পাক বধের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল ভারত। উল্টো ভারতই শোচনীয়ভাবে পাকিস্তানের কাছে ১০ উইকেটে পরাজিত হয়েছে। এমন পরাজয়ের ফলে ভারতীয় ক্রিকেটারদেরকে অনলাইনে নানানভাবে আক্রমণের শিকার হতে হয়েছে। বিশেষ করে ভারত দলের একমাত্র মুসলমান খেলোয়াড় মোহাম্মদ শামিকেই বেশী আক্ܫরমণ করেছে নেটিজেনরা। এবার দুঃসময়ে শামির পাশে দাঁড়িয়ে অধিনায়কের মতোই সতীর্থকে আগলে রাখলেন অধিনায়ক বিরাট কোহলি।
পাকিস্তানের বিপক্ষে ভারতের পরাজয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত দল ট্রলের শিকার হচ্ছিল। তবে পেস ✃বোলার শামিকে তার ধর্ম নিয়ে বাজে মন্তব্য করা হয়। দলের এই সাময়িক দুঃসময়ে শামির পাশে দাঁড়🐷িয়েছেন কোহলি।
কোহলি বলেন, 'কারও ধর্ম নিয়ে আক্রমণ করা আমার কাছে বেশ কষ্টের কাজ, যা একজন মানুষ করতে পারে না। প্রত্যেকের জায়গা থেকে বলার অধিকার আছে। কিন্তু আমি কখনোই ধর্মের কারণে কারও প্রতি বৈষম্য করার কথা ভাবিনি। প্রত্যেক মানুষের কাছে ধর্ম বিষয়টা পবিত্র ও ব্যক্তিগত।'
তিনি আরও বলেন, 'এইসব কাজগুলো তারাই করে যারা নিচু মানসিকতার। আমি তাদেরকে এভাবেই দেখি।'
রোববার (৩১ অক্টোবর) নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে প্ꩲরথম জয়ের খোঁজে মাঠে নামবে ভার🅰ত।