দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দীর্ঘ ৫ বছর পর টেস্ট সিরিজে মাঠে নামছে টিম বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে তাদের মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের পর এবার লক্ষ্য টেস্ট সিরিজে। অবশ্য বছরের শুরুতে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ঐতিহাসিক জয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে মুমিনুল হকের দল। এই জয় এবার টেস💦্ট সিরিজেও বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে টাইগার শিবিরে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) ডারবানের কিংসমিডে দুই ম্যাচ টেস্ট সিরꦗিজের প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২ বার টেস্টে মুখোমুখি হয় বাংলাদেশ। যার মধ্যে ১০ বার জয়ের হাসি হ𒀰েসেছে দক্ষিণ আফ্রিকা। আর বৃষ্টির কল্যাণে দুইবার ড্র করতে পেরেছে🐽 টাইগাররা।
সবশেষ ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের মোকাবিলা করে বাংলাদেশ। সেবার প্রোটিয়াদের বিপক্ষে বেশ বড় ব্যবধানেই টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়। কিন্তু এর আগের দুই ম্যাচে নিজেদের ঘরে ড্র করে টাইগাররা। বৃষ্টির বাগড়ায় সে দু’ম্যাচ ড্র হয়🅰। আর এটাই প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য।
টেস্টে বাংলা💫দেশ-দক্ষিণ আফ্রিকার দেখায় সবচেয়ে বেশি রান করেন সাবেক প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথ। তিনি ৮ ম্যা💎চে ব্যাট হাতে ৭৪৩ রান করেছিলেন। আর বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমের। তিনি ৮ ম্যাচে করেছেন ৩৩১ রান।
প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটার টেস্টে সেঞ্চুরি হাঁকাতে পারেননি। ব্যক্তিগত সর্বোচ্চ ৭৭ রান করেছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মমিনুল হক। অপরদিকে টাইগারদের বিপক্ষে প্রোটিয়াদের সর্বোচ্চ ব্যক্তিগত রান গ্রায়েম স্মিথের। তার ব্যাট থেকে ২০০৮ সালের চট্রগ্🅺রাম টেস্টে এসেছিল ২৩২ রান। এছাড়া স্মিথ ও হাশিম আমলার রয়েছে ৩টি করে সেঞ্চুরি।
দুই দলের মুখোমুখিতে সবচেয়ে বেশি উইকেট সা♉বেক প্রোটিয়া পেসার মাখায়া এনটিনির। ৮ টেস্টে তার শিকার ৩৫ উইকেট। অপরদিকে বাংলাদেশের পক্ষে বেশি উইকেট সাবেক পেসার শাহা🐭দাত হোসেনের। তার সংগ্রহ ১৫ উইকেট। এছাড়া অলরাউন্ডার সাকিব আল হাসান ৬ টেস্টে নেন ১৩ উইকেট।
ব্যাক্তিগর পারফরম্যান্সে প্রোটিয়াদের বিপক্ষে ২৭ রানে ৬ উইকেট শিকার করেছিলেন পেসার শাহ𒁃াদাত হোসেন রাজীব। আর দক্ষিণ আফ্রিকার পক্ষে সেরা বোলিং ফিগার মাখায়া এনটিনির। তিনি ১৯ রানে ৫ꦕ উইকেট নিয়েছিলেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি হাবিবুল বাশার সুমন ও জাভেদ ওম🌌র বেলিমের।🐬 তারা দুজনে করেছিলেন ১৩১ রানের পার্টনারশীপ। দক্ষিণ আফ্রিকার পক্ষে জ্যাক রুডলফ ও বয়েটা ডিপেইনার করেন সর্বোচ্চ ৪২৯ রানের অপরাজিত জুটি।