• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কোহলির পর গেইলকেও পেছনে ফেললেন বাবর আজম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২১, ০২:৫৫ পিএম
কোহলির পর গেইলকেও পেছনে ফেললেন বাবর আজম

টি-টোয়েন্টির ফেরিওয়াল ইউনিভার্স বসকে পেছনে ফেলে দুর্দান্ত এক রেকর্ডের মালিক হয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ওয়েস্ট ইন্ডিজের তারকা খেলোয়াড় ক্রিস গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম ৭ হাজার রানের রেকর্ড গড়🉐েছেন তিনি।🌌 

গেইলের মতো বিধ্বংসী না হলেও গেইলের চেয়ে কম ইনিংস খেলেছেন ৭ হাজারের ঘরে ঢুকেছꦚেন বাবর আজম। পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে সাউদার্ন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে এ༒ কীর্তি গড়েন বাবর।

৭ হাজার রান করতে গেইলের থেকে বা🎃বর কম খেলেছেন মাত্র ৫ ম্যাচ। গেইল যেখানে খেলেছেন ১৯২ ইনিংস, বাবরের সেখানে খেলতে হয়েছে ১৮৭ ইনিংস। ৭ হাজারের ঘরে পৌঁছাতে তালিকার তিন নম্বর🐽ে থাকা ভারতের অধিনায়ক বিরাট কোহলির লেগেছে ২১২ ইনিংস।  

এরপরে চতুর্থ 🐠ও পঞ্চম স্থানে রয়েছে দুই অস্ট্রেলীয় ওপেনার। অ্যারন ফিঞ্চ ও ডেভিড 🍸ওয়ার্নার খেলেছেন যথাক্রমে ২২২ ও ২২৩ ইনিংস। ষষ্ঠ স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক, যিনি খেলেছেন ২২৫ ম্যাচ।

এছাড়া সাত হাজারের তালিকায় নাম রয়েছে নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন 🐓গাপটিল, অস্ট্রেলিয়ার ব্র্যাড হজ, দক্ষিণ আফ্রিকার এবি ডি 🐎ভিলিয়ার্স ও ভারতের ওপেনার শিখর ধাওয়ান। 

এশিয়ার ক্রিকেটারদের মধ্যে♌ দ্রুততম ৩, ৪ ও ৬ হাজার রানের মাইলফলকটিও বাবরের দখলে। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এশিয়ার ক্রিকেটারদের মধ্যে দ্রুততম ১ ও ২ 𒁃হাজার রানের রেকর্ডও এই পাকিস্তানির দখলে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!