ভুলের বৃত্ত থেকে যেন বেরই হতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রাম টেস্টের টিকিটে সকাল ১০টায় স্থানে তারা লিখেছে রাত ১০টা। সেই ভুলের&nওಞbsp;ধারাবাহিকতায় এবার বাংলাদেশ বানানটাই ভুল করল বোর্ড। শুক্রবার সকালে অফিশিয়াল খেলোয়াড় তালিকায় দেশের নামই ভুল করেছে তারা।
চট্টগ্রামে প্রথম টেস্টে টসের পর সকাল সাড়ে ৯টায় গণমাধ্যমের কাছে অফিশিয়াল খেলোয়াড় তালিকা পাঠায় বিসিবি। তাতে ইভেন্টের ঘরে লেখা বাংলাদেশ বানান ভুল লিখেছে তারা। বাংলাদেশের ইংরেজি বানানে ‘n’-এর বদলে লেখা ছিল ‘m’। তাতে Banglဣadesh-এর বদলে শব্দটি হয়ে গেছে ‘Bamgladesh’! অবশ্য পাকিস্তান বানান ঠিক লেখা হয়েছে।
এর আগে ম্যাচের সময় ন𓃲িয়ে ভুল থাকায় সমালোচনার মুখে পড়তে হয় বিসিবিকে। সামাজিক যোগাযো♓গমাধ্যমে এ নিয়ে সমালোচনাও করেছেন ক্রিকেটভক্তরা।