• ঢাকা
  • বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ২২ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আইফোনে নতুন আইওএস১৫ আপডেট পাবেন যেভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২, ২০২১, ০৯:৩৩ পিএম
আইফোনে নতুন আইওএস১৫ আপডেট পাবেন যেভাবে

আইফোনের জন্য নতুন অপারেটিং সিস্টেম আপডেট যুক্তꦑ করেছে অ্যাপল। আইওএস১৫ সংস্করণে যুক্ত হয়েছে বেশ কিছু নতুন ফিচার।

ফেসটাইম ও মেসেজেস ছাড়াও লাইভ টেক্সট ফাংশন যুক্ত হচ্ছে নতুন আইওএসে। এছাড়াও শেয়ারপ্লে ফিচারের মাধ্যমে ফেসটাইমে বন্ধু ও পরিবারের সঙ্গে নি🍌জের স্ক্রি🌱ন শেয়ার করে দেখা যাবে সিনামে, গান, অনুষ্ঠানসহ নানা কিছু।

এবারের আপডেটে ফেসটাইমে যুক্ত হতে পারবেন কম্পিউটার ও অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা। ম্যাপস, ফটোস ও ওয়েদার অ্যাপেও যুক্ত 🌼হয়েছে নতুন ফিচার।

লাইভ টেক্সটে গুগল লেন্সের মতো ক্যামেরার মাধ্যমে চারপ🔴াশের বিভিন্ন ছ🦹বি, লেখা ও ফোনের স্ট্ক্রিনশট স্ক্যান করে সেখান থেকে টেক্সট নিয়ে সম্পাদনা, অনুবাদ ও শেয়ার করা যাবে। আইফোন ৬ থেকে শুরু করে নতুন আইফোন ১৩ মডেল ও আইপ্যাডে ব্যবহার করা যাবে আইওএস১৫।

আইওএস১৫ আপডেট পেতে শুরুতে অ্যাপল ডিভাইসটি ১০০ ভাগ চার্꧙জ করে নিতে হবে। এরপর ভালো সিগন্যালযুক্ত যুক্ত স্থানে গিয়ে ওয়াইফাই নেটওয়ার্কে যুক্ত করতে হবে ফোনটি।

সেটিংস থেকে জেনারেল অপশনে গিয়ে সফটওয়্যার আপডেট অপশনে যেতে হবে এবার। এবার ডাউনলোডে ও সবশেষে ইনস্টল চেপে অ্যাপল সার্ভারের সঙ্গে 𒊎যুক্ত হতে হবে। এরপর নির্দেশনা অনুযায়ী আপডেট করতে হবে ডিভাইসটি।

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর

Link copied!