আইফোনের জন্য নতুন অপারেটিং সিস্টেম আপডেট যুক্ত করেছে অ্যাপল। আইওꦕএস১৫ সংস্করণে যুক্ত হয়েছে বেশ কিছু নতুন ফিচার।
ফেসটাইম ও মেসেজেস ছাড়াও লা💙ইভ টেক্সট ফাংশন যুক্ত হচ্ছে নতুন আইওএসে। এছাড়াও শেয়ারপ্লে ফিচারের ম𝔉াধ্যমে ফেসটাইমে বন্ধু ও পরিবারের সঙ্গে নিজের স্ক্রিন শেয়ার করে দেখা যাবে সিনামে, গান, অনুষ্ঠানসহ নানা কিছু।
এবারে෴র আপডেটে ফেসটাইমে যুক্ত হতে পারবেন কম্পিউটার ও অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা। ম্যাপস, ফটোস ও ওয়েদার অ্যাপেও যুক্ত হয়েছে নতুন ফিচার।
লাইভ টে♏ক্সটে গুগল লেন্সের মতো ক্যামেরার মাধ্যমে চারপাশের বিভিন্ন ছবি, লেখা ও ফোনের স্ট্ক্রিনশট স্ক্যান করে সেখান থ꧑েকে টেক্সট নিয়ে সম্পাদনা, অনুবাদ ও শেয়ার করা যাবে। আইফোন ৬ থেকে শুরু করে নতুন আইফোন ১৩ মডেল ও আইপ্যাডে ব্যবহার করা যাবে আইওএস১৫।
আইওএস১৫ আপডেট পেতে শুরুতে অ্যꦏাপল ডিভাইসটি ১০০ ভাগ চার্জ করে নিতে হবে। এরপর ভালো সিগন্যালযুক্ত যুক্ত স্থানে গꦍিয়ে ওয়াইফাই নেটওয়ার্কে যুক্ত করতে হবে ফোনটি।
সেটিংস থেকে জেনারেল অপশনে 𒐪গিয়ে সফটওয়্যার আপডেট অপশনে যেতে হবে এবার। এবার ডাউনলোডে ও সবশেষে ইনস্টল চেপে অ্যাপল সার্ভারের সঙ্গে যুক্ত হতে হবে। এরপর নির্দেশনা অনুযায়ী আপডেট করতে হবে ডিভাইসটি।