• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ফ্যানদের জন্য ইনফিনিক্সের নানা আয়োজন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৩, ০৩:০৩ পিএম
ফ্যানদের জন্য ইনফিনিক্সের নানা আয়োজন

ইনফিনিক্স নোট ৩০ সিরিজ বাজারে আসা উপলক্ষে ফ্যানদের জন্য বিভিন্ন ধরনের ইভেন্টের আয়োজন করেছে স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। মজার সব গেমে অংশ নেওয়া ও মুভি দেখাসহ নানা কিছুর মধ্য দিয়ে ভক্তরা ꧒এসব আয়োজন উপভোগ করেন।

প্রথম পর্বে ইনফিনিক্সের ‘নোট ৩০ সিরিজ ফাস্ট চার্জ ফাস্ট ফান’ ইভেন্টে ফ্যানদের আমন্ত্রণ জানানো হয় বসুন্ধরা সিটির টগি ফান ওয়ার্ল্ডে। বিভিন্ন বয়সী ভক্তরা নানা ধরনের গেমে অংশ নিয়েছেন, লাইভ ও ভ্লগ করেছেন, ডিজের গানের তালে নেচেছেন এবং বিখ্যাত তরুণ গায়ক ও সুরকার তানজীব স🌱ারোয়ারের পরিবেশনা উপভোগ করেছেন।

দ্বিতীয় পর্বে ইনফিনিক্স ফ্যানদের🦹 জন্য সম্প্র𒀰তি মুক্তিপ্রাপ্ত ‘মিশন ইমপসিবল: ডেড রেকনিং পার্ট ওয়ান’ মুভির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। আমন্ত্রিত ফ্যানরা ইনফিনিক্স পরিবারের সঙ্গে মুভিটি উপভোগ করেন।  

নোট ৩০ সিরিজের নোট ৩০ প্রো এবং নোট ৩০ মডেল দুটো অল-রাউন্ড ফাস্টচার্জ প্রযুক্তিসম🎶্পন্ন। নোট ৩০ প্রোতে আছে ওয়্যারলেস চার্জিংয়ের সক্ষমতা এবং বাংলাদশে এই প্রথম এই দামের মধ্যে ৬৮ ওয়াট ওয়্যারড ফাস্টচার্জ ও ১৫ ওয়াট ওয়্যারলেস ফাস্টচার্জ পাওয়া যাচ্ছে। এই অল-রাউন্ড প্যাকেজেটির দাম মাত্র ২৭ হাজার ৯৯৯ টাকা। এর সাথে ২ হাজার টাকা দামের ওয়্যারলেস চার্জারটি নোট ৩০ প্রোর সঙ্গে ক্রেতারা পাবেন বিনামূল্যে।

নোট ৩০ ফোনের ৪৫ ওয়াট ওয়্যারলেস ফাস্টচার্জ ডিভাইসকে চার্জ করে দ্রুত। ৮ জিবি+১২৮ জিবি এবং ৮ জিবি+২৫৬ জিবির দুটি ভার্সনে নোট ৩০ পাওয়া যাচ্ছে যথাক্রমে ১৮ হাজার ৯৯৯ এবং ২৩ হাজার ৯৯৯ টাকায়। যদিও ওয়্যারলে😼স চার্জিংয়ের সক্ষমতা এতে নেই, এছাড়া এই ফোনের অন্য সব ফিচার নোট ৩০ প্রোর মতোই।

জনসংযোগ বিভাগের আরো খবর

Link copied!