একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে উদীচী ফ্রান্স সংসদ দিনব্যাপী নানা আয়োজন পালন কর💙ে। কার্যক্রমের প্রথম ভাগে ꦯউবারভিলিয়ে ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের তত্ত্বাবধানে আয়োজিত ‘হোপা বেঙ্গলি’তে অংশগ্রহণ করে সংগঠনটি।
মঙ্গলবার (🔯⛦২১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টায় ‘পন্তা’ শহরের এক সমবায় ক্যান্টিনে আয়োজিত এই পর্বের শুরুতে ফরাসি এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর নেতৃস্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে বাঙালি খাবার তৈরির পাশাপাশি ঐতিহ্যবাহী খাবার তৈরি শেখানো হয়। এর পাশাপাশি চলতে থাকে বাংলা বর্ণমালা পরিচিতি ও শব্দ গঠনসহ বাংলায় কিছু জরুরি কথোপকথনের অনুশীলন। এরপর শুরু হয় ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে প্রশ্নাত্তর পর্ব। এই পর্বে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি কিরণ্ময় মন্ডল। সহযোগিতা করেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা দীপক নিকোলাস গোমেজ। পরে যুক্ত হন সাংগঠনিক সম্পাদক দুলাল চন্দ্র মিশেল। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই পর্ব চলতে থাকে দুপুর পৌনে ২টা পর্যন্ত।
অনুষ্ঠানমালার দ্বিতীয় ভাগে ছিল ৫২’র ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পর্ব। এই আয়োজনে ‘বায়ান্নোর বাংলা ভাষা আন্দোলনের শহীদদের প্ওরতি শ্রদ্ধা নিবেদন করা উপলক্ষে উবারভিলিয়ের ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের সামনে অস্থায়ী শহীদ মিনার স্থাপন করা হয়। বেলা ১২টা থেকে শহীদ মিনার নির্মাণ প্রক্রিয়া শুরুর পর থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে জড়ো হতে থাকে। সংগঠনের সাংগঠনিক সম্পাদক দুলাল চন্দ মিশেল, মঞ্চ ও সাজসজ্জা সম্পাদক এলান খান চৌধুরীর নেতৃত্বে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী শহীদ মিনার নির্মাণে বিশেষ ভূমিকা রাখে।
বিকাল তিনটায় উপস্থিত সবাইকে♌ সংগ্রামী শুভেচ্ছা জানান উদীচী’র সাধারণ সম্পাদক আহমেদ আলী দুলাল। এরপর সভাপতি কিরণ্ময় মন্ডলের আমন্ত্রণে ব⛦িশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উবারভিলিয়ে পৌরসভার প্রথম সহকারী মেয়র পিয়্যার সাক এবং কমিশনার মাসিনিসা ওচিন।
বক্তারা সকল মাতৃভাষা রক্ষা এবং চর্চার পথ উন্মুক্ত করার জন্য উদীচী’র নেতৃবৃন্দকে অভিনন্দন জানানোসহ ‘৫২-র ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বক্তব্য রাখেন🎃 সেইন স্যেন স্যানদোনী জেলার কাম্পুস ফ্রাঙ্কোফোনের পক্ষ থেকে ম্যাডাম বাম্বু কামাহা। উদীচী-কে এই আয়োজনের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে অন্য শহরে এই উদ্যোগ গ্রহণে উদীচী-র সাথে এক সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
সব শেষে বক্তব্য রাখেন উদীচী অন্তঃপ্রাণ ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি কার্লোস সামেদু। শুভেচ্ছা জ্ঞাপনের পর প্রথমে উবারভিলিয়ে পৌরসভা এবং পরে অন্য নেতৃবৃন্দ অস্থায়ী শহীদ মিনা♎রের বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং এক মিনিটের নীরবতা পালন করেন। এর পরপরই সাধারণ সম্পাদক আহমেদ আলী দুলালের তত্ত্বাবধানে প্রবাসী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য, বাংলা ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্র, ইপিএস কমিউনিটি ইন ফ্রান্স, সিপিবি ফ্রান্স শাখা, উদীচী ফ্রান্স সংসদ, যুব ইউনিয়ন ফ্রান্স শাখা অন্যতম। এছাড়াও বিভিন্ন জাতিগোষ্ঠীর উপস্থিত সকলে সারিবদ্ধভাবে শহীদ বেদীতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পার্ঘ𓃲 অর্পণের পর বাংলা ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের শিশু-কিশোরেরা একুশের গান এবং কবিতা পরিবেশিত করে। অংশগ্রহণে ছিল, দ্বিপান্বিতা, সম্ভার, অন্তরা, অর্ণব, সকাল, জয়ন্ত, অমিত, শ্রেয়া এবং নেহা। এরপর বড়দের পরিবেশনায় সংগীত পরিবেশন করেন স্বপ্না জ্যাকলিন পিরিছ, চয়ন বড়ুয়া এবং রোজী মজুমদা🃏র। কবিতা আবৃত্তি করেন সম্পা বড়ুয়া, লোকমান আহমদ আপন এবং কিরণ্ময় মন্ডল। অনুষ্ঠানে তবলায় সঙ্গত করেন লিটন লুইস সিং ও মন্দিরায় চয়ন বড়ুয়া। বিভিন্ন জাতিগোষ্ঠীর উল্লেখযোগ্যসংখ্যক মানুষ শেষ পর্যন্ত এই অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠান পরিকল্পনা ও সঙ্গীত পরিচালনায় ছিলেন ফ্রান্স উদীচীর সহ-সভাপতি ও বাংলা স্কুলের সংগীত শিক্ষক রোজী মজুমদার। আয়োজনের সব শেষে উপস্থিত সকলের জন্য চা-কফির সাথে বাঙালির মুখোরোচক খাবার পরিবেশন করা হয়। সব শেষে সভাপতি ২১ শে ফেব্রুয়ারির অনুষ্ঠান মালায় উপস্থিত উদীচী’র সকল সদস্য এবং বাংলা স্কুলের শিশু-কিশোরসহ অভিভাবকদের ধন্যবাদ জানান। বিশেষ করে অস্থায়ী শহীদ মিনার স্থাপনের জন্য সম্পাদক মণ্ডলীর সদস্য এলান খান এবং দুলাল চন্দ্র মিশেল, মুখোরোচক বাঙালি খাবার তৈরি করে আনার জন্য সংগঠনের সহ-সভাপতি রোজী মজুমদার, সহ-সাধারণ সম্পাদক সম্পা বড়ুয়া এবং কোষাধ্যক্ষ রুমানা আফরোজকে বিশেষভাবে ধন্যবাদ জানান। এছাড়াও আয়োজনে বিশেষ ভূমিকার জন্য উপদেষ্টা মণ্ডলীর সদস্য রজত রায় রাজু, সলিমুল্লাহ সিদ্দিকী রানা, দীপক নিকোলাস গোমেজ, সহ-সভাপতি পলাশ বড়ুয়া এবং সাখাওয়াত হোসেন হাওলাদার, কার্যকরী পরিষদ সদস্য উত্তম কুমার কর্মকার, সদস্য খালিদুর রহমান সাগর, ইপিএস কমিউনিটি ই ফ্রান্সের সংগঠকদের ধন্যব✨াদ জ্ঞাপন করে দিনব্যাপী অনুষ্ঠান শেষ করেন।