দুবাই শহরের দারাইয়া এলাকায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে ট্রলির চাপায় হামা💎নিয়া প্রধান বাবু (২৫🦋) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ১২টা ও(বাংলাদেশ সময় ২টার দিকে) ওই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই মো. দাখেল প্রধান।
কচুয়া উপজেলার তেগুরিয়া গ্রামের আবু তাহের প্রধানিয়ার ছেলে বাবু। ত𝐆িনি বিতারা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিন বছর আগে জীবিকার তাগিদে দুবাইয়ে পা♏ড়ি জমান বাবু।
তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া 🐠নেমে এসেছে। বাবুর লাশ দেশে ফিরিয়ে আনার অপেক্ষায় প্রহ🌃র গুনছে পরিবার।