• ঢাকা
  • রবিবার, ০৩ নভেম্বর, ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ছেলের অস্বাভাবিক আচরণে জরুরি সেবায় কল, পুলিশের গুলিতে যুবক নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৪, ০৪:৪২ পিএম
ছেলের অস্বাভাবিক আচরণে জরুরি সেবায় কল, পুলিশের গুলিতে যুবক নিহত
নিহত আল রাজী। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগানে পুলিশের গুলিতে বাংলাদেশি এক আমেরিকান যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১২ এপ্রিল) দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ারেন শহরের রায়ান সড়কের এলিভেন মাইলের গারবর স্ট্রিটে এ ঘটনা ঘটে। নিহতের নাম হোসেন আল রাজী (১🅰৯)।

পুলিশের দাবি, আল রাজী পুলিশকে লক্ষ্য করে অস্ত্র প্রদর্শন করꦡলে আত্মরক্ষার্থে গুলি চালায় পুলিশ।

নিহতের পরিবার জানায়, শুক্রবার দুপুরে নিজের ঘরে মা-বাবাসহ পরিবারের সদস্যদের সঙ্গে অস্বাভাবিক আচরণ শুরু ꦦকরেন আল রাজী। তার এমন আচরণে পরিবারের সদস্যরা ভয় পেয়ে যান। একপর্যায়ে তার মা-বাবাসহ পরিবারের বাকি সদস্যরা গাড়ির গ্যারেজে আশ্রয় নেন।

পুলিশ জানায়, ঘটনাস্থলে এসে যুবকটির হাতে অস্ত্র দেখা যায়। সেটি ফেলে দিয়ে আত্মসমর্পণ করতে বলে পুলিশ। কিন্তু ওই যুবক এতে কর্ণপাত করেননি। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে অস্ত্র প্রদর্শন করলে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চা🍒লায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপꦑাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওয়ারেন পুলিশ অফিসার ক্যাপ্টেন ছ্যারলেস রোশটন জানিয়েছেন এ ঘটনার তদন্ত চলছꦚে।

নিহত আল রাজীর বাবা আতিক হোসেন বলেন, “শুক্রবার আল রাজীসহ এক সঙ্গে জুম্মার নামাজ পড়েছ🌊ি। পরে আল রাজী পরিবারের সদস্যদের সঙ্গে অস্বাভাবিক আচরণ করতে থাকে। তাকে হাসপ🔴াতাল নিয়ে যেতে অ্যাম্বুলেন্সের জন্য ৯১১তে কল দেওয়া হয়। কিন্তু পুলিশ এসে গুলি করে আমার ছেলেকে মেরে ফেলুক এটি আমরা চাইনি।”

আতিক হোসেনের বাড়ি সিলেটের বিয়ানীবাজার পৌর এলাকার সুপাতলা। তিন ছেলে ও দুই মেয়ে তার। ছেলেদের মধ্যে আল রাজি বড়। সাত বছর আগে ফ্যামিলি ভিসায় তারা আমেরিকা যান। থাকতেন ওয়ারেন শহরের রায়ান সড়কের এলিভেন মাইলের গারবর🐼 স্ট্রিটে।

Link copied!