প্রতিবছরের মতো এবারও বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছেন বিভিন্ন বয়সের মানুষ। সবাই🍒 মিলে গাইলেন আঁধার রজনী পোহানোর গান। ধর্ম, বর্ণ, গোত্র, নির্বিশেষে অন্ধকার কাটিয়ে আলোর আশায় বাংলার লোকসংস্কৃতির বিভিন্ন উপকরণ, গ্রামীণ জীবনের অনুষঙ্গ, পশুপাখি, ফু🐻ল- এসবের প্রতীক ও রকমারি মুখোশ নিয়ে সবাই অংশ নিলেন মঙ্গল শোভাযাত্রায়।