গত ৭ ফেব্রুয়ারি জয়সলমীরের সূর্যগড় প্যালেসের ভেতর দুপুর দুটোর পর কনের সাজে কিয়ারা আদবানি যেভাবে সিদ্ধার্থ মালহোত্রাকে বিয়ে করতে এলেন এবং বায়না ধরলেন তাদের দুইজনের অভিনয় করা ‘শেরশাহ’ ছবির ‘রানঝা’ গানের মধ্যে দিয়ে তিনি এগিয়ে যাবেন প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রার দিকে। তাকে ‘প্রেমিক’ থেকে ‘স্বামী’ রূপে গ্রহণ করতে। তখন কিয়ারাকে বলা হল যে, এটা দুঃখের গান। সঙ্গে সঙ্গেই কিয়ারা বলে উঠলেন, তা হোক। এটা আমাদের দুইজনের গান। তারপর সূর্যগড় প্যালেসের সেই স্পটে দাঁড়িয়ে অরিজিনাল গানের দুঃখের কথা পাল্টে লেখা হলো প্রেমিককে স্বামী হিসেবে বরণ করা𝓡র গান। আর তারপরই নাচের ছন্দে কিয়ারা পায়ে পায়ে এগিয়ে গেলেন ক্রমশ সিদ্ধার্থের দিকে।
এরপর একে অপরের মালা বদল করলেন, দু-জনে দু-জনকে বুকে টেনে নিলেন এবং চুম্💖বন করলেন, সিড-কিয়ারার সেই রূপকথার বিয়ের প্রতিটি মুহূর্ত ধরা রই🐟ল এখানে। ‘সংবাদ প্রকাশ’ এর পাতায়।