অপরিকল্পিত নগরী গড়ে ওঠায় ডেঙ্গু বাড়ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরি🤪চালক অধ্যাপক ডা. মো. রোবেদ আ💛মিন।
রোববার (২৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেল꧅ন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ত🍃িনি এসব কথা বলেন।
রোবেদ আমিন বলেন, “ঢাকা শহরে অপরিকল্পিত বসতি গড়ে উঠছে। ঠিক ব্রাজিলের মতোই। ফলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। ডেঙ্গুতে আক্রান্ত হলেই আমরা প্লাটিলেটকে স✤ামনে আনি। অথচ এটি সেভাবেই গুরুত্বপূর্ণ নয়। আমাদের উচিত সচেতনতায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।”
সংবাদ সম্মেলনে অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক নাজমুল ইসলাম বলেন, “নগরায়নের কারণে ঢাকা মহানগরে রোগীর সংখ্যা বেশি।🐻 আমাদের পরিসংখ্যান না দেখে ডেঙ্গু নিয়ন্ত্রণে গুরুত্ব দিতে হবে। আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকার শহরে নয় ধরনের গবেষণা করে থাকি। এসব গবেষণার মাধ্যমে ডেঙ্গুর পরিস্থিতি দেখি ও পরামর্শ এবং চিকিৎসা দিয়ে থা💮কি।”
এদিকে ঢাকা মহানগরীতে রোগী বাড়লেও কোন এলাকায় বেশি সে সম্পর্কে জানতে♏ চাইলে কোনো তথ্য দিতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর।
এ ব্যাপারে নাজমুল ইসলাম বলেন, “ঢাক🍃ার দুই সিটি করপোরেশন এলাকায় যেখানে ঘনবসতি বেশি সেখানে মশার উপদ্রব বেশি। তবে নির্দিষ্ট করে কোন এলাকায় সবচেয়ে বেশি সেটি বলা এ মুহূর্তে কঠিন। রোগীদের তথ্য যাচাই করে তারপর বলা যাবে। আমরা পুরো ঢাকা শহরকেই বিবেচনায় নিচ্ছি। আমাদের কাজ রোগী ব্যবস্থাপনা। ডেঙ্গু কোথায় বেশি এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দ🍒ায়িত্ব স্থানীয় সরকারের।”