• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‌‘ইসি গঠনে আইন প্রণয়ন দরকার’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২, ০৮:১৬ পিএম
‌‘ইসি গঠনে আইন প্রণয়ন দরকার’
ছবি: সংগৃহীত

কৃষক শ💙্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, নির্বাচন কমিশন গঠনের জন্য আইন হওয়া প্রয়োজন। সার্চ কমিটি গঠন না করে আইন প্রণযꩲ়ন দরকার।

রোববার (🔴৯ জানুয়ারি) নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚুল হামিদের সঙ্গে সংলাপ শেষে তিনি এ কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, &ldquo♊;শক্তিশালী ও ব্যক্তিত্ব সম্পন্ন, সবার কাছে গ্রহণযোগ্য মানুষদের কমিশনে রাখতে হবে। ইউপি নির্বাচনে বর্তমান নির্বাচন কমিশনের ভূমিকা ভালো ছিল না।”

এছাড়া ইউপি নির্বাচন 🥂দলীয় প্রতীকবিহীন করার আহ্বানও জানা🐬ন তিনি।

বঙ্গবীর আরও বলেন, &ldqu💞o;যেসব দল সংলাপে অংশ নেয়নি, তাদের সংলাপে অংশ নেওয়া উচিত ছিল।&rdq🅠uo;

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে কৃষক শ্রমিক জনতা লীগের আট ♓সদস্যের প্রতিনিধিদল 🌞বঙ্গভবনে প্রবেশ করে। 

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- দলটির মহাসচিব হাবিবুর রহমান বীরপ্রতীক, সহ-সভাপতি আমিরুল ইসলাম তারেক, যু🌜গ্ম মহাসচিব ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, মহিলাবিষয়ক সম্পাদক নাসরিন কাদের সিদ্দিকী, কেন্ত্রীয় সদস্য ফরিদ আহমেদ, ছাত্র আন্দোলনের সভাপতি রিফাতুল ইসলাম 🦩দীপ।

Link copied!