রিকশাতে ডিজিটাল নম্বর প্লেট দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএসসিসি)। আগামী ছয় মাসের মধ্যে এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন মেয়র আতি💞কুল ইসলাম।
বুধবার (২৯ জুন) সকালে রাজধানীর বনানীতে ডি𝓀জিটাল কোরবানির হাটের উদ্বোধ💛ন করার পর তিনি এসব কথা জানান।
ডিএসসিসি মেয়র বলেন, “আমাদের রিকশার লাইসেন্স আছে ২৮ হাজার আর চলে ১০ লাখ। অর্থাৎ রিকশার লাইসেন্স সবাই নকল করে চলছে। এ জন্য আমরা আগামী ছয় মাসে༺র মধ্যে কিউআর কোডসহ ডিজিটাল নম্বর প্লেট করতে যাচ্ছি। কিউআর কোড থাকায় সব তথ্য থাকবে।”
তিনি আরও বলেন, “প্💛রথম অবস্থায় ঢাকা শহরে দুই লাখ রিকশায় ডিজিটাল নম্বর প্লেট করতে যাচ্ছি। এই প্লেট আসবে বাইরে থেকে, তাই নকল করার কারও সামর্থ্য নেই। এ ছাড়াও আগামী মাসে উত্তর সিটি এলাকায় ডিজিটাল কার পার্কিং শুরু হবে।”
ডিএনসিসির ছয়টি পশুর হাটে এবার ডিজিটাল লেনদেনের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন 🔯আতিকুল ইসলাম।