• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রিকশাতে ডিজিটাল নম্বর প্লেট দেওয়ার উদ্যোগ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৯, ২০২২, ০৬:১৫ পিএম
রিকশাতে ডিজিটাল নম্বর প্লেট দেওয়ার উদ্যোগ

রিকশাতে ডিজিটাল নম্বর প্লেট দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএসসিসি)। আগামী ছয় মাসের মধ্যে এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন মেয়র আতি💞কুল ইসলাম।

বুধবার (২৯ জুন) সকালে রাজধানীর বনানীতে ডি𝓀জিটাল কোরবানির হাটের উদ্বোধ💛ন করার পর তিনি এসব কথা জানান।

ডিএসসিসি মেয়র বলেন, “আমাদের রিকশার লাইসেন্স আছে ২৮ হাজার আর চলে ১০ লাখ। অর্থাৎ রিকশার লাইসেন্স সবাই নকল করে চলছে। এ জন্য আমরা আগামী ছয় মাসে༺র মধ্যে কিউআর কোডসহ ডিজিটাল নম্বর প্লেট করতে যাচ্ছি। কিউআর কোড থাকায় সব তথ্য থাকবে।”

তিনি আরও বলেন, “প্💛রথম অবস্থায় ঢাকা শহরে দুই লাখ রিকশায় ডিজিটাল নম্বর প্লেট করতে যাচ্ছি। এই প্লেট আসবে বাইরে থেকে, তাই নকল করার কারও সামর্থ্য নেই। এ ছাড়াও আগামী মাসে উত্তর সিটি এলাকায় ডিজিটাল কার পার্কিং শুরু হবে।”

ডিএনসিসির ছয়টি পশুর হাটে এবার ডিজিটাল লেনদেনের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন 🔯আতিকুল ইসলাম।

Link copied!