রাজধানীর চকবাজারে পলিথিন কারখানায় লাগা আগুন ন𝓡ไিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১৫ আগস্ট) বেলা ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের পরিꦓচালক (অপা. ও মেইন.) লে. কর্ণেল জিল্লুর রহমান।
জিল্লুর রহমান বলেন, “আগুন লাগার ৯ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস কাজ শুরু করে। প্রথমে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে সেখানে আরও দুটি ইউনিট যোগ দেয়। মোট ১০টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্♐ত্রণে আসে।”
ফায়ার সার্ভিস ছাড়াও র্যাব, পুলিশ, আনস🦋া🗹র ও ভলান্টিয়াররা আগুন নিয়ন্ত্রণে অংশ নেন বলেও জানান জিল্লুর রহমান।
এর 🐼আগে, দুপুর ১২টা ৯ মিনিটে ওই কারখানায় আগুন লাগে।
আরও পড়ুন… চকবাজারে পলিথিন কারখানায় আগুন
স্থানীয় সূত্রে জানা গেছে, লালবাগ থানার কামালবাগ এলাকার ৩ নম্বর দেবিদ্বার ঘাটসংলগ্ন ওই কারখানায় আগুন লাগে। এরপর 🦩আগুন পাশের একটি হোটেলও ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর পরই কারখানার ভেতর ও আশপাশের লোকজন দ্রুত সরে যায়।