১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৩৩ টাকা থেকে বেড়ে ১ হাজার ২৫৯ টাকা হয়েছে। রোববার (১০ অক্টোবর) থেকে এই দাম কার্🍸যকর হবে।
আজ রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বি𒁏ইআরসি) শুনানি কক🎃্ষে এক সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করা হয়।
বেসরকারি পর্যায়ে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) মুসকসহ প্রতি কেজি ৮৬ টাকা ৭ পয়সা ছিল। অক্টোবর মাসে দাম বৃদ্ধি করে ১০৪ দশমিক ৯২ টাকা করেছে বিইআরসি। ফলে ১২ কেজি সিলিন্ডারের দাম༒ বাড়ল ২২৬ টাকা
গত আগস্টে ১২ কেজির সিলিন্ডারের দাম ধরা হয়েছিল ৯৯৩ টাকা। এক মাসের ব্যবধানে সরকারি হিসাবেই দাম বে🗹ড়েছে ৪০ টাকা। এদিকে পরিবহনে ব্যবহৃত এলপি গ্যাসের দামও বেড়েছে। অক্টোবরে এলপি গ্যাসের দাম প্রতি লিটার ৫০ দশমিক ৫৬ টাকা থেকে বাড়িয়ে ৫৮ দশমিক ৬🃏৮ নির্ধারণ করা হয়েছে। লিটারে বেড়েছে প্রায় ৮ টাকা ১২ পয়সা।
সংবাদ সম্মেলনে কমিশনের সদস্য মকবুল ই ইলাহি বলেন, &ldquoꩲ;দামের কারণে এই গ্যাস জনপ্রিয় করতে পারেনি। আমরা এখনকার চেয়ে কিছুটা কম দামে আনতে পারি সামান্য ཧউদ্যোগ নিলে।”
দামের ক্ষেত্রে মুসক একটা বড় বিষয় উল্লেখ করে মকবুল ই ইলাহি আরও বলেন, “দাম বাস্তবায়ন করতে গেলে ভোক্তাকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি গণমাধ্যমের একটা বড় ভূমিকা আছে। সচেতনতা একটি বড় বি🌼ষয়।”
সংবাদ সম্মেলনে আরও বলা হয়েছে, এলপিজির সাড়ে ৫ কেজি সিলিন্ডার ৪৭৩ থেকে বাড়িয়ে ৫৭৭ টাকা, সাড়ে ১২ কেজি ১ হাজার ৭৬ থেকে বাড়িয়ে ১ হাজার ৩১২ টাকা, ১৫ কেজি ১ হাজার ২৯১ থেকে বাড়িয়ে ১ হাজার ৫৭৪ টাকা, ১৬ কেজি ১ হাজার ৩৭৭ থেকে বাড়িয়ে ১ হাজার ৬৭৯ টাকা, ১৮ কেজি ১ হাজার ৫৪৯ থেকে বাড়িয়ে ১ হাজার ৮৮৮ টাকা, ২০൩ কেজি ১ হাজার ৭২২ থেকে বাড়িয়ে ২ হাজার ৯৯ টাকা, ২২ কেজি ১ হাজার ৮৯৩ থেকে বাড়িয়ে ২ হাজার ৩০৯ টাকা, ২৫ কেজি ২ হাজার ১৫১ থেকে বাড়িয়ে ২ হাজার ৬২২ টাকা, ৩০ কেজি ২ হাজার ৫৮৩ থেকে বাড়িয়ে ৩ হাজার ১৪৭ টাকা, ৩৩꧃ কেজি দুই হাজার ৮৪১ থেকে বাড়িয়ে ৩ হাজার ৪৬২ টাকা, ৩৫ কেজি ৩ হাজার ১৩ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৬৭৩ এবং ৪৫ কেজি তিন হাজার ৮৭৩ টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার ৭২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে কমিশনের চে♊য়ারম্যান আব্দুল জলিল, সꦬচিব রুবিনা ফেরদৌসী, আবু ফারুক প্রমুখ।