র💧াজধানীর রামপুরা ব্রিজের ওপর ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে বাসায় ফেরার পথে হামলার শিকার হওয়ার পর ঢাকা মেডিক𒈔েল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয় তার।
🐼ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরি🍨দর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মো. হাসান (২২) বরিশালের ভান্ডারিয়া থানার মাটিভাঙ্গা গ্রামের মালেক মিয়ার ছেলে। রামপুরা এল♔াকায় ভাড়া থাকতেন তিনি। পেশায় তিনি ছিলেন লেগুনা চালক।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত পৌনে☂ ১১টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা আমির হোসেন বলেন, আমার🧸 ভাতিজা পেশায় লেগুনার ড্রাইভার ছিল। রাতের দিকে বাসায় ফেরার পথে রামপুরা ব্রিজের ওপর কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করে। পরে টাকা পয়সা ও মোবাইল নꦛা দিলে ছিনতাইকারীরা ছুরি দিয়ে হাসানের পেটে আঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে রক্তাক্ত জখম অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, আমার ভাতিজা আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক বলেন, রাতে র🍸ামপুরা থেকে এক যুবককে রক্তাক্ত যখম অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভ🌠াগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।