দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। এ তালিকা থেকে বাদ পড়েছেন একাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও দল থেকে বহিষ্কৃত মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। রাঙ্গার পরিবর্তে রংপুর-১ আসনে প্রার্থী করা হয়েছে জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এܫরশাদ ও দলের বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের ভাতিজা এইচ෴ এম শাহরিয়ার আসিফকে।
সোমবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় চূড়ান্ত তালিক🐬া প্রকাশ করেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু।
এদিন রাঙ্গাকে বাদ দেওয়ার কারণ জানতে চাইলে মুজিবুল হক চুꦬন্নু বলেন, “তাকে তো আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে।”
এদিকে, জাপার মনোনয়ন না পাওয়ার বিষয়ে মসিউরℱ রহমান রাঙ্গা সংবাদমাধ্যমকে বলেন, “জাতীয় পার্টি এখন পরগাছা দলে রূপান্তর হয়ে গেছে। আওয়ামী লীগের ওপর ভর করে আর কতদিন? আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্ব🎉াচন করব।”
জাতীয় পার্টি মনোনয়ন দিলে নির্বাচন করবেন কি না, জানতে চাইলে 🦩রাঙ্গা বলেন, “আমি তো ♔মনোনয়ন ফরম নেইনি। তারপরও মনোনয়ন দিলে পরে বলব।”