নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, “ভারত মহাসাগরꦅে সোমালিয়ার জলদস্যুদের হাতে যে ২৩ জন নাবিক আছেন, তাদের জীবন রক্ষা করে নিরাপদ স্থানে নিয়ে আসা প্রথম ক꧙াজ। বাংলাদেশ তো এককভাবে চলে না। বিশ্বের সবার সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। মঙ্গলবার (১২ মার্চ) আমরা এ সম্পর্কে যখন অবহিত হই তখন আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। নেভিও এ বিষয়ে আমাদের সাহায্য করছ। তাদের হত্যার হুমকি বা মুক্তিপণ চাওয়ার কোনো তথ্য আমাদের কাছে আসেনি।
বুধবার (১৩ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে ဣআলাপকালে তিনি এসব কথা বলেন।
জাহাজের সর্🍨বশেষ পরিস্থিতির বর্ণনা ꦉজানিয়ে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “এখন পর্যন্ত জলদস্যুদের নিয়ন্ত্রণেই আছে জাহাজটি। ভারত সাগরে জাহাজটি আছে। সার্বক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে এখন অবধি আমাদের নাবিকরা নিরাপদে আছেন।”
খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, “এখꦉন পর্যন্ত এটুকুই খবর আছে। পরবর্তীতে কোনো ভালো খবর পেলেই আমরা ꧋সঙ্গে সঙ্গে জানাব।”
এর আগে মঙ্গল🐈বার মোজ🐭াম্বিক থেকে কয়লা নিয়ে আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে জাহাজটিকে অপহরণ করে প্রায় শতাধিক সশস্ত্র জলদস্যু। জাহাজের ২৩ বাংলাদেশি নাবিককেও জিম্মি করে রেখেছেন তারা।