• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বাজেটে লাল ব্রিফকেস ব্যবহারের রহস্য কী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ৬, ২০২৪, ১২:৪০ পিএম
বাজেটে লাল ব্রিফকেস ব্যবহারের রহস্য কী

আজ ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এরই মধ্যে লাল ব্রিফকেস 🃏নিয়ে সংসদ ভবনে পৌঁছেছেন তিনি। বৃহস্পতিবার বেলা ৩টায় আনুষ্ঠানিকভাবে বাজেট পেশ করবেন তিনি।

বাজেট এলেই আলোচনায় আসে অর্থমন্ত্রীর হাতে থাকা লাল ব্রিফকেস। কিন্তু লাল ব্রিফকেসেই কেন বহন করতে হয় বাজেটের নথি? দেশ স্মার♛্ট হয়েছে, তবু লাল ব্রিফকেসের ঐতিহ্য ধরে রেখেছেন অ🍌র্থমন্ত্রী।

জানা যায়, ব্রিফকেসে বাজেটের নথি 𒀰বহনের প্রচলন শুরু হয় ইংল্যান্ডে, ১৮ শতকে। শিল্প বিপ্লবের পর যখন ইংল্যান্ডের অর্থনীতি বড় হতে থাকꦿে তখন সে দেশের অর্থমন্ত্রী ব্রিফকেসে বাজেট বক্তৃতা নিয়ে আসতেন।

জানা যায়, ১৮৬০ সালে ব্রিটেনের বাজেটপ্রধান উইলিয়াম ই গ্ল্যাডস্টোন লাল একটি স্যুটকেসে করে বাজেটসংক্রান্ত নথি নিয়ে আসেন। সেই স্যুটকেসের ওপর সোনা দিয়ে রানির মুখের আদল🅠ের ছাপ দেওয়া ছিল।

বাজেট শব্দট🎉ি এসেছে পুরোনো ফরাসি শব্দ ‘ব্যুজেট (বোগেট)’ থেকে। ব্যুজেটের অর্থ হলো, থলে বা ব্যাগ। অতীতে থলেতে ভরে 🗹দেশের আয়-ব্যয়ের হিসাব আইনসভা বা সংসদে আনা হতো বলে একে ‘বাজেট’ নামে অভিহিত করা হয়।

রেওয়াজ অনুযায়ী ‘লাল ব্রিফকেস’ হাতে বাজেট উত্থাপন করতে সংসদে ঢোকে✃ন অর্থমন্ত্রী। তবে এই ব্রিফকেসের রং লাল ছিল না সব সময়। সময়ের সঙ্গে তা বদলেছে। আসলে রং যা-ꦗই হোক না কেন, এই ব্রিফকেসকেই ধরা হয় বাজেটের প্রতীক।

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২১ সালে ব্রিফকেসের প্রথা ভে🅠ঙে লাল মোড়কে মোড়ানো ট্যাবল💃েট নিয়ে সংসদে প্রবেশ করেন। কাগজপত্র ছাড়া ট্যাবলেট থেকে বাজেট বক্তৃতা পাঠ করেন তিনি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!