নিজের ফেসবুক প্রোফাইলের ছবি লাল করে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যত🔥ম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, “‘সাঈদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ।”
সোমবার (১১ নভেম্বর) রাত ১০টা ৫২ মিনিটে প্রোফ𓂃াইল পিকচার পরিবর্ত༺ন করেন তিনি।
এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার প্রতিবাদে ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন হাসনাতসহ অন্🥃য সমন্বয়করা। এসময় আন্দোলনের সমর্থন দেওয়া অসংখ্য মানুষ তাদের প্রোফাইল একইভাবে ল💧াল করেছিলেন।
এর কিছুক্ষণ🐼 আগে আরেকটি পোস্টে উপদেষ্টা পরিষদে সেখ বশির উদ্দিন এ🐬বং মোস্তফা সরয়ার ফারুকী জায়গা পাওয়ায় সমালোচনা করেন তিনি।
হাসনাত লিখেন “‘বশির-ফারুকীকে উপদেষ্টা করার প্রতিবাদ সভা থেকে গ্রেপ্তার করার ঘটনা চরম🐲 ফাইজলামি। এগুলা ভণ্ডামি। আপনেরা হাসিনা হয়ে ওঠার চেষ্টা কইরেন না। ๊হাসিনারেই থোরাই কেয়ার করছি, উৎখাত করছি। আপনেরা কোন হনু হইছেন?”