প্রার্থীদের আচরণবিধি মেনে ভোটারদের ভোট কেন্🌊দ্রে আনার পরিবেশ সৃষ্টিཧর আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, “প্রতিদ্বন্দ্বিতাবিহীন ও ভোটার ছাড়া ভোট, চুন ছাড়া পান খাওয়ার মতো।”
সোমবার (২৯ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা🤡 বলেন।
মতবিনিময় সভায় সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সব প্র♛ার্থীকে সমান চোখে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা ও সেই সঙ্গে সংবাদমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান রাশেদা সুলতানা।
এদিকে, তাপ্রবাহের জন্য নির্বাচন বন্ধ রাখা বু🍌দ্ধিমানের কাজ হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। সোমবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মো. আলমগীর বলেন, “ভোটের একটা নির্দিষ্ট সময় থাকে, এর মধ্যে নির্বাচন শেষ করতে হয়। তা না হলে নানাবিধ আইনগত সমস্য꧃ার সৃষ্টি হয়। প্রশাসনিক সমস্যা হয়, রাজনৈতিক সমস্যা হয় এবং শান্তি শ💎ৃঙ্খলাও বিঘ্ন ঘটে। এজন্য নির্দিষ্ট মেয়াদের আগেই নির্বাচন শেষ করতে হয়।”
নির্বাচন কমিশনার বলেন, “যখন নির্বাচনের শিডিউল দেওয়া হয় তখন তীব্র দাবদাহ ছিল না। আপনারা জানেন যে ভারতে খরা কিন্তু আমাদের থেকেও বℱেশি। ত♛ারা খরার মধ্যে তাদের জাতীয় নির্বাচন বন্ধ রাখেনি।”
ইসি আলমগীর বল꧙েন, “আমাদের অধিকাংশ কেন্দ্র স্থায়ী। সেখানে পাকা ভবন ও গাছপালা আছে। ভোটাররা ছায়ায় দাঁড়িয়ে থাকতে পারবে। প্রতিটা ভোটকেন্দ্রে পানির ব্যবস্থা থাকবে। আর ভোটাররা তো ভোট দিয়েই চলে যাবে, ভোট কেন্দ্রে তো বসে থাকবে না। এ জন্য খুব বেশি সমস্যা হবে না।”
ইসি আলমগীর আরও বলেন, “উপজেলা পরিষদ নির্বাচনে এমপি, মন্ত্রীরা প্রভাব বিস্তার করলে আচরণ বিধি আনুযায়ী ব্যবস𒁃্থা নেওয়া হবে।”