যারা নির্বাচনে বাধা দেবে তাদের ওপর ভিসানীতি আসবে বলে൩ মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহ꧅মুদ। তিনি বলেছেন, “মার্কিন ভিসানীতির পর বিএনপি অনেক কথা বলে। এগুলো বলে লাভ নাই। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। এ সম্পর্ক আরও ভালো হবে।”
রোববার (২৪ সেপ্ജটেম্বর🤪) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন꧋্ধু সাংস্কৃতিক জোট এ 💃সভার আয়োজন করে।
হাছান 🧸মাহমুদ বলেন, “আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুলের চেষ্টা চলছে তবে যথাসময়ে নির্বাচন হবে। কোনো বিদেশি পর্যবেক্ষক এলে ঠিক আছে; না এলেও সমস্যা নেই। এদেশ আমাদের, গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত🔜 থাকবে।”
তথ্যমন্ত্রী বলেন, “অনেকে চোখ রাঙাচ্ছে, দেশবিরোধী ষড়যন্ত্র হচ্ছে। সব ষড়যন্ত্🦹রের ব𒉰েড়াজাল ছিন্ন করে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে।”
এর আগে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বܫর) ‘বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য𝓀 দায়ী বা জড়িত’ কিছু ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে ‘আইনি বাধ্যবাধকতার কারণে’ ভিসা নিষেধাজ্ঞা দেওয়া ব্যক্তিদের নাম প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র।”