• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ভিসা নীতি এখন অন্ধ, বধির হয়ে থাকবে : কাদের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ১৭, ২০২৩, ০১:২১ পিএম
ভিসা নীতি এখন অন্ধ, বধির হয়ে থাকবে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী  বলেছেন, “বিএনপি নির্বাচন করতে দেবে না। এমন ঘোষণার পরও মা🌳র্কিন ভিসা নীতি এখানে কী করে তাই এখন 𒊎দেখার বিষয়। এই নীতি এখন অন্ধ, বধির হয়ে থাকবে।”

শনিবার (১৭ জুন) দুপুরে গাজীপুরের টঙ্গীতে বিআরটি প্রকল্পের সাড়ে চার কি💞লোমিটার নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের 🅷প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতাকর্মীদের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, “মার্কিন ভিসা নীতিতে তারা বলছে অবাধ, সুষ্ঠু নির্বাচনে যারা বা💖ধা দেবে তাদের ক্ষেত্রে প্রয়োগ হবে।ꦗ এই নীতি এখন অন্ধ, বধির হয়ে থাকবে;  না বাস্তববাদী হবে আমরা দেখব।”

ত👍িনি বলেন, “ভিসা নীতি করুক তাতে আমাদের কিছু যায় আসে না। ভিসা নীতি আমাদেরও থাকতে পারে। আমরাও করতে পারি। অপেক্ষায় থাকুন।”

সাংবাদিকদের এক প্রশ্নের🌳 জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,  “দুর্নীতি, দুঃশাসন বললেই বিএনপির নাম বলতে হবে। যারা দুর্নীতি, দুঃশাস꧅ন করে তারা কোন মুখে এত বেশি কথা বলছে জানি না।”

সরকার থাকতে পারবে না, বিদায় নিতে বিএনপির আন্দোলনে এমন ক𝕴থা ১৪ বছর ধরে শুনে আসছি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “এই ১৪ বছরে তাদের নেত্রীর মুক্তির জন্য দৃশ্যমান কোনো আন্দোলন করতে পারেনি। আর তারা সরকারের বিদায় করবে, আন্দোলন করে?”

আওয়ামী 𒊎লীগ সাধারণ সম্পাদক জানান, বিদেশে পলাতক কোনো নেতার রিমোট কন্ট্রোলের আহ্বানে জনগণের সম্পৃক্ততায় আন্দোলন হওয়ার সম্ভাবনা নেই। অনেক চেষ্টা করেছে। কিন্তু করতে পারেনি।

জামালপুরে সাংবাদিক হত্যাকাণ্ড নিয়ে আ𝓰ওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “হত্যার সঙ্গে জড়িত হলে ওই ব্যক্তির বিচার হবে। আইনগত ব্যবস্থা নেওয়া হলেই প্রকৃত ব্যবস্থা। চার্জশিট হলে আওয়ামী লীগে কোনো পদ থাকবে না।”

বিআরটি প্রকল্প নিয়༺ে কাদের বলেন, “গাজীপুরে এই সড়কের মতো প্রকল্প চিন্তা করার আগে আরও গভীরভাবে ভেবেচিন্তে প্রকল্প নিলে ভালো হতো। এখানে সম্প্রসারণের প্রস্তাব দিয়েছে বিশ্বব্যাংক। তবে এখানে আমাদের যে রাস্তা তাতে ভোগান্তি বাড়াবে, দুর্ভোগে পড়বে। যেটা গোটা রাজধানীতে প্রভাব ফেলব💯ে। আমাদের বিকল্প বাংলাদেশে অনেক উন্নয়ন প্রকল্পের রাস্তা করেছি। বিশ্বব্যাংকের সঙ্গে নিরাপদ সড়কের জন্য প্রায় ৫ হাজার কোটি টাকার প্রকল্প চলছে।”

তিনি আরও বলেন, “সার্বিক বিবেচনায় সবচেয়ে বেশি দরকার শৃঙ্খলা। পরিবহনে শৃঙ🦂্খলা। এটা একটা চ্যালেঞ্জ। এটা 𓂃অতিক্রম করতে হবে।”

এ সময় সড়ক 🐽๊ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, সেতু বিভাগের সচিব মনজুর হোসেনসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!