পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দি🐈বস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আনন্দ, বিনোদন ও ভালোবাসা ছড়িয়ে দিতে এবং সমাজের বিভিন্ন শ্রেণ♊ি পেশার মানুষকে তাদের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করেছে বিদ্যাসভা স্কুল।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিদ্যাসভা স্কুল এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে অনুষ্ঠানের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুরা গান, নাচ, কবℱিতা আবৃত্তি ও নাটিকার মাধ্যমে সমাজে তাদের অবস্থান তুলে ধরার চেষ্টা করে।
অ🎉নুষ্ঠানে প্রধান অতিথি 💜ছিলেন বরেণ্য সংস্কৃতিকর্মী ও প্রকৌশলী অঙ্কিত সরকার।
প্রধান অতিথির বক্তব্যে সকল শ্রেণির মানুষকে কোমলমতি শিশুদের সুকুমার বৃত্তি বিকাশে এবং তাদে🅺র উপযুক্ত শিক্ষাদানের মাধ্যমে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান অঙ্কিত সরকার♔।
🅘অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ক ফর বেটার সোসাইটি ও বিদ্যাসভা স্কুলের সভাপতি সাদিয়া উম্মে হানি, সহকারী অধ্যাপক ঈশিতা চক্🌼রবর্তী, মাহবুব সেতু, মন্টু মিয়া প্রমুখ।