• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


জুলাইয়ে ভ্যাট আদায় বেড়েছে ২২ শতাংশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৩, ১১:০৫ এএম
জুলাইয়ে ভ্যাট আদায় বেড়েছে ২২ শতাংশ

চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায়ে উচ꧂্চ প্রবৃদ্ধি অর্꧑জিত হয়েছে। আলোচ্য সময়ে আগের অর্থবছরের তুলনায় প্রায় ২২ শতাংশ বেশি আয় এসেছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হালনাগাদ হিসাব অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসে ভ্যাট আদায় হয়েছে ৭ হাজার ৬৫৪ কোটি টাকা। গতবছরের জুলাইতে এই আদায় ছিল ৬ হাজার ২৯৯ কোটি টাকা। বেশি আদায় হয়েছে ১ হাজার ৩৫৫ কোটি টা𓃲কা।

জুলাই মাসের ভ্যাট আদায়ে শীর্ষে রয়েছে-এলটিইউ🌺 ভ্যাট কমিশনারেট। এলটিইউর মোট আদায় ৩ হাজার ৫৬১ কোটি টাকা। পূর্বের তুলনায় যা ৮৬০ কোটি টাকা বেশি। এই কমিশনারেটের প্রবৃদ্ধি হয়েছে ৩১ দশমিক ৮৬ শতাংশ। যা 🧔সাম্প্রতিক সময়ের ভ্যাট আহরণের রেকর্ড।

এ ছাড়া ক♏ুমিল্লা, সিলেট, খুলনা, রাজশা🌄হী, চট্টগ্রাম, ঢাকা পূর্ব, ঢাকা দক্ষিণ, রংপুর ও যশোর কমিশনারেট জুলাই মাসে তুলনামূলক ভাল করেছে। এদের সবার প্রবৃদ্ধি দুই অংকের ওপরে।

জুলাই মাসে সবচেয়ে বেশি ভ্যা🔯ট আহরণ হয়েছে সিগারেট খাতে। এই খাতে মোট আদায় ১ হাজার ২১১ কোটি টাকা, যা পূর্বের তুলনায় ২৫ দশমিক ৯২ শতাংশ বেশি। এদিকে মিষ൲্টির দোকানের ভ্যাট আদায় ২৮ শতাংশ বেড়েছে।

চলতি অর্থবছরের বাজেট💫ে মিষ্টি খাতে ভ্যাট ১৫ শতাংশ থেকে ৭ দশমিক ৫ শতাংশে হ্রাস করা হয়। তা সত্ত্বেও এই খাতে ভ্যাট আদায় কমেনি বরং বেড়েছে।

এদিকে এনবিআরের তিন অনুবিভাগের মধ্যে কাস্টমস অনুবিভাগ প্রবৃদ্ধি অর্জন করেছে ১৩ দশমিক ৭০ শতাংশ এবং আয়কর প্রবৃদ্ধি অর্জন করে𓃲ছে ৯ দশমিক ৬৫ শতাংশ। ভ্যাট, কাস্টমস ও আয়কর মিলে এনবিআরের মোট রাজস্ব আয় বেড়েছে ১৫ দশমিক ৩৮ শতাংশ।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!