যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে রমিম উদ্দিন আহমেদ (২২) নামের এক বাংলাদেশি শিক্ষার্থীকে গুলি করে হত্যার ঘটনায় শোক জানিয়েছে ঢাকার মার্কিন♏ দূতাবাস।
বৃহস্পতিবার (২০ জুলাই) দূতাবাসের ফেসবুক 💜পেজে পোস্ট দিয়ে এ শোক জানানো হꩲয়।
ওই ফেসবুক পোস্টে বলা হয়, “যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইস এলাকায় ডাকাতির ঘটনায় নিহত ২২ বছর বয়সী বাংলাদেশি শিক্ষার্থীর পরিবারের সদস্যদের প্রতি আমরা গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। আশা করি, যথাযথ কর্তৃপক্ষ এ ধরনের ঘৃণ্য অপরাধের তদন্ত করবে এবং অপরাধীদের বিচারের আওতায় আনা 🍸হবে। ওই শিক্ষার্থীর পরিবারের সদস্য ও বন্ধুদের জন্য সমবেদনা।”
বাংলাদেশ সময় মঙ্গলবার (১৮ জুলাই) মধ্যরাতে মিসৌরির সেন্ট লুইস শহরের হ্যাম্পটন 𒉰অ্যাভিনিউয়ের একটি গ্যাসস্টেশনে রমিমকে গুলি করে হত❀্যা করে দুর্বৃত্তরা।
রমিম চট্টগ্রামের মিরসরাই উপজেলার ভালুকিয়া এলা𒁏কার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সামছুদ্দিন আহমেদের ♚ছেলে।