বে🅠শ কয়েকদিন বন্ধ থাকার পর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায় পুনরায় চালু হয়েছে। রোববার (১১ আগস্ট) বেলা ৩টা থেকে টোলের মাধ্যমে এলিꦬভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল শুরু হয়েছে।
তথ্যটি নিশ্চিত করে ঢাকাꦓ এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের এক কর্মকর্তা বলেন, “আমাদের মঙ্গলবার (১৩ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায় চালুর কথা ছিল। তবে বিশেষ কারণে নির্ধারিত তারিখের আগেই চালু করতে হয়েছে।”
ওই কর্মকর্তা আরও বলেন, “বেলা ৩টা থেকে টোল আদায় 🦂কার্যক্রম শুরু হয়েছে। তবে যে দুটো টোল ঘর পুড়েছে সে দুটো আপাতত বন্ধ আছে। এগুলো সংস্কারের পর চালু হবে।”
এর আগে ছাত্রদের আন্দোলন চলাকালে বনানী ও মহাখালীর দুইটি টোল ঘর আগুন পুড়িয়ে দে🐭য় দুর্বৃত্তরဣা।