ছাত্র-জনতার আন্দোলনে ভূমিকা রাখা র্যাপারদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) টিএসসির সামনে রাজু ভাস্কর্যে বৃহস্পতিবার (২২ আগস্ট) এক ꧑কনসার্টের আয়োজন করা হয়েছিল। তবে বন্যার কারণে সেটি স্থগিত করা হয়েছে।
বুধবার (২২ আগস্ট) ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন বৈষ💟ম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
ফেসবুকে হাসনাত আব্দুল্লাহ লেখেন, “দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি🅘 ও প্রতিকূল আবহাওয়ার কারণে রাজু ভাস্কর্যে আগামীকালের কনসার্ট স্থগিত করা হলো। এখন বন্যার্তদের পাশে দাঁড়াবার সময়, সবাই এগিয়ে আসুন।”
এর আগে জুলাౠইয়ে জোয়ার ওঠা শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন একপর্যায়ে পরিণত হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। ছাত্র-জনতার এꦜই আন্দোলনকে বেগবান করতে ভূমিকা রাখে কার্টুন, গ্রাফিতি ও র্যাপ গান।