মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন𝄹, কোটা সংস্কার আন্দোলনে সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এ জন্য তিনি বিগত স্বৈরাচারী ব্যবস্ღথাকে দায়ী করেছেন।
বুধবার (১৪ আগস্ট) সকাল ১০টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে♛ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও সৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ꦯতিনি।
এ সময় উপদেষ্টা বলেন, “বিগত কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ (ভাবমূর্তি ক্ষুণ্ণ) হয়েছে মুক্তিযুদ্ধে🧜র। বিভিন্ন পর্যায় থেকে আমরা বিষয়গুলো দেখব। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোটা সংস্কার আন্দোলনে মুক্তিযুদ্ধের বিষয়টি প্রধান হয়ে আসছে। এটা জাতীয় ও আন্তজার্তিকভাবে মুক্তিযোদ্ধারা ইমে💜জ সংকটে পড়েছে।”
উপদেষ্টা আ♏রও বলেন,ཧ ‘একটা সুবিধাভোগী শ্রেণি হিসেবে বিগত স্বৈরাচারী ব্যবস্থা মুক্তিযোদ্ধাদের চিত্রিত করে এসেছে। সেই কারণে মুক্তিযোদ্ধাদের বীরত্ব ও আত্মত্যাগকে পুনর্গঠনের জন্য সত্যিকার মুক্তিযোদ্ধাদের মতামত নিয়ে কাজ করা হবে।’
ভূয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এ নিয়ে এখনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি। আজকে সবেমাত্র❀ এসেছি। আজকে প্রথম অফিস করব। আজকে মন্ত্রণালয়ের সকলের সাথে বসে এ বিষয়ে একটা সিদ্ধান্তে যাব কী কী করতে হবে। আপনারা সব জানতে পারবেন। অনেক সিদ্ধান্ত নেওয়ার আছে।”
এ সময় মুক্তিযোদ্🍌ধাদেꦏর বিষয়ে সংস্কার করা হবে বলে জোর দিয়ে বলেন এই উপদেষ্টা।
শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্র🎐ণালয়ের এই উপদেষ্টা সকাল 🧸সাড়ে ১০টার দিকে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা করেন।