সোহরাওয়ার্দি উদ্যানে ইসলামি দল উলামা মাশায়েখ বাংলাদেশের ডাকা মহাসম্মেলনের কারণে ভোর থেকে রাজধানীতে আলেম-ওলামা ও জনতার ঢল নামে। দাওয়াত ও তাবলিগ, মাদারেসে কওমিয়া এবং দীনের হেফাজতের লক্ষ্যে মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে মহাসম্মেলন শুরু হয়𝔉। চলবে দুপুর ১টা পর্যন্ত।
মহাসম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই তীব্র যানজট শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে বড় জমায়েতের কারণে চারপাশের সড়কে যান চলাচল অনেকটা বন্ধ হয়ে যায়। এতে শুধু শাহবাগ, টিএসসি, মৎ🦩সভবন এলাকাই নয়, আশপাশের এলাকাও স্থবির হয়ে পড়েছে।
অনেকটা ভোর থেকে শহরের বিভিন্ন স্থানের মানুষদের সমাবেশস্থলে পৌঁছাতে দেখা গেছে। সমাবেশে যোগ দিতে ঢাকায় লোকদের নিয়ে আসা খালি বাসগুলো সমাবেশস্থলের কাছে ও আশপাশের এಌলাকার সড়কের পাশে পার্ক করা হয়েছে। এতে যানজট বেড়ে গেছে। তাছাড়া মেট্রো স্টে🧔শনগুলোতেও যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
বড় জমায়েতের কারণে জনতার ঢল ছড়িয়ে পড়ে চারপাশের এলাকায়। এতে চলাচলে বিঘ্নিত হচ্ছে। শাহবাগ ছাড়িয়ে মিরপুর রোড, সায়েন্সল্যাব, বাংলামোটর, এফডিসি, মগবাজার, কারওয়ান বাজার, ফার্মগেটে তীব্র ಌযানজট সৃষ্টি হয়েছে। অফিসগামীরা বলছেন, সকাল বেলার এই মহাসমাবেশের কারণে সব সড়কে যানবাহন অনেকটা স্থির হয়ে গেছে। যাত্রীদের মূলবান সময় নষ্ট হচ্ছে।
রাܫজধানীর কারওয়ান বাজারে আটকে পড়া কয়েকজন জানালেন, সোহরাওয়ার্দী উদ্যান বা শাহবাগ মোড়ে অবরোধ করলেই এমন ভোগান্তিতে পড়তে হয়। প্রতিবারই ভোগান্তির শিকার হয় সཧাধারণ মানুষ। আয়োজনকারীরা কিছুই পরোয়া করছে না।