• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


খালেদা জিয়ার কথা শুনে আমি খুব খুশি : জয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৪, ১১:২৬ এএম
খালেদা জিয়ার কথা শুনে আমি খুব খুশি : জয়
খালেদা জিয়া ও সজীব ওয়াজেদ জয়। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দাবি, মা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেননি এবং সরকারবিরোধী বিক্ষোভকারীরা তার সরকারি 🌠বাসভবন গণভবনের উদ্দেশে রওনা দেওয়ায় তিনি চলে যান। 

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি কর🔯েন জয়। জয় সাবেক প্রধ𝓀ানমন্ত্রী খালেদা জিয়ারও প্রশংসা করেন।

রয়টার্সের পꦑ্রতিবেদনে বলা হয়েছে, কোটা সংস্কার আন্🌄দোলনে প্রায় ৩০০ মানুষ নিহত হওয়ার পর সোমবার (৫ আগস্ট) থেকে নয়াদিল্লিতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা।

জয় ওয়াশিংট🌌ন থেকে রয়টাꦅর্সকে বলেন, “মা কখনোই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। তিনি সময় পাননি।”

তিনি আরও বলেন, তিনি (শেখ হাসিনা) একটি বিবৃতি দিয়ে পদত্যাগ করতে চেয়েছিলেন। কিন্তু বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে যেতে শুরু করে। সময় ছিল না। তিনি ব্যাগ গোছানোর সময়টুকুও পাননি। যত দূর জানি, সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী।
তিౠনি বলেন, প্রেসিডেন্ট সামরিক প্রধান ও বিরোধী রাজনীতিকদের সঙ্গে আলোচনা করে সংসদ ভেঙে দিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করায় তত্ত্বাবধা🌃য়ক সরকার গঠনকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে।

জয় বলেন,♒ আওয়াম𝔉ী লীগ দল আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং নির্বাচন আগামী তিন মাসের মধ্যে হতে হবে।

জয় বলেন, “আমি নিশ্চিত আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। তা না হলে আমরা বিরোধী দল হব। যা-ই হোক ভালো হবে।ꩲ”

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রধান খালেদা জিয়ার সাম্প্রতিক বক্তব্যে তিনি উৎসাহিত💃 হয়েছেন। যেখানে বিএনপিপ্রধান বলেছেন, হাস♉িনা পালিয়ে যাওয়ার পর কোনো প্রতিহিংসা দেখাবেন না।

জয় বলেন, “আমি বেগম খালেদা জিয়ার বিবৃতি শুনে খুব খুশি 🅰হয়েছি যে অতীত অতীতই থাক। আসুন অতীত ভুলে যাই। আমরা যেন প্রতিহিংসার রাজনীতি না করি। ঐক্য সরকার হোক বা না হোক, আমাদের একসঙ্গে কাজ করতে হবে।”

বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন আয়োজনে এবং গণতন🉐্ত্র 🐓পুনরুদ্ধারে বিএনপির সঙ্গে কাজ করতে ইচ্ছুক বলে জানান জয়। 

তিনি বলেন, “আমি বিশ্বাস করি যে রাজনীতি ও আল𝓡োচনা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তর্ক করতে পারি। আমরা একমত হতে পারি, ভিন্নমত পোষণ করতে পারি এবং দিন শেষে একটি সম✱াধান খুঁজে বের করতে পারি।”

তিনি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন কি না, এমন প্রশ্নের জবাবে বলেন, “মা এই মেয়াদের পর অবসর নিতে যা🥀চ্ছেন। দল যদি আমাকে চায়, আমি অবশ্যই সেটা বিবেচনা করব।”

তিনি 𝔉জানান, ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের দাবি অনুযায়ী তার মা দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত।

তিনি বলেন, গ্রেপ্তারের হুমকিতে আমার মা কখনো ভয় পাননি। মা কোনো অন্যায় করেননি। তার সরকারের লোকেরা বেআইনি কাজ করেছেন। তার মানে এই নয় যে মা তাদের আদেশ দিয়েছেন। তার মানে এই নযও় যে মা এর জন্য দায়ী।

বিক্ষোভের সময় মানুষকে গুলি করার অনুমতি দেওয়ার জন্য সরকারের কারা দায়ী, সেটা তিনি বলেননি।
একটি সরকার অনেক বড় যন্ত্র- দাবি করে জয় বলেন, “যারা দায়ী, তাদের বিচারের আওতায় আনা উচিত। মা কাউকেই আন্দোলনকারীদের ওপর সহিংসতা করার নির্দেশ দেননি। পুলিশ সহিংসতা বন্ধ করার চেষ্টা ক🧔রছিল, কিন্তু কিছু পুলিশ কর্মকর্তা অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে।”

Link copied!