অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার▨ কোনো হদিস পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, “ভারতের দিল্লি ও সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে কূটনৈতিক চ্যানেলে শেখ হাসিনার খোঁজ নেওয়া হলেও তার হদিস 🌳পাওয়া যায়নি।”
মঙ্গলবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ🦹্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, “উনার🌞 (শেখ হাসিনা) অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনꦐি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি। অফিসিয়ালি কেউ কনফারমেশন দিতে পারেনি। আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি।”
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে যান শেখ হাসিনা। টানা দুই মাস সেখানে অব🎐স্থান শেষে সম্প্রতি গুঞ্জ﷽ন ছড়ায় ভারত ছেড়ে আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন শেখ হাসিনা।
তবে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন🌠, তাꦅর মা এখনো ভারতেই অবস্থান করছেন।
এদিকে শেখ হাসিনার সঙ্গে থাকা কূটন🔯ৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া🔯 ভারতে ৪৫ দিন বৈধভাবে থাকতে পারেন। কিন্তু শেখ হাসিনা প্রায় দুই মাস ধরে ভারতে অবস্থান করছেন। কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে। এখন তারা দেশটিতে কীভাবে অবস্থান করছেন, তা পরিষ্কার করেনি ভারত সরকার।