সচিবালয়ে হামলাকারীরা ছাত্রলীগ-যুবলীগের ‘ক্যাডার’ বলে মন্তব্য করেছেন বি𓆉এনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন,♐ “যারা সচিবালয়ে হামলা করেছে, তারা কেউ আনসার নয়। আওয়ামী লীগ সরকার এদের প্রশিক্ষণ দিয়ে আনসারে নিয়োগ দিয়েছে। আনসারের পোশাকে আড়ালে এরা ছাত্রলীগ-যুবলীগের ক্যাডার।”
মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর জাতীয় প্রে✃সক্লাবে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়💃োজিত দলের আহ্বায়ক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সদ্য প্রয়াত রফিকুল ইসলাম মাহাতাবের স্মরণসভায় তিনি এসব কথা।
অন্তর্বর্তী সরকারকে ছাত্রজনতার বিপ🎶্লবী সরকার বলে উল্লেখ করে হাফিজ বলেন, “উপদেষ্টাদের অনেকের মধ্যে সেই বিপ্লবী মনোভাব দেখা যায় না। তাদেরജ কেউ কেউ শেখ হাসিনা সরকারকে অতীতে সমর্থন দিয়েছেন। কিন্তু এখন আর কোনো তিক্ততা দেখতে চাই না। অন্তর্বর্তী সরকারে তরুণ সমাজ ও আন্দোলন সংগঠিত করতে পেছনে যারা ভূমিকা রেখেছেন, তাদের অন্তর্ভুক্ত করার দাবি করছি।”
রাজধানীতে চলমান বিভিন্ন দাবির বিষয় তুলে ধরে হাফিজ উদ্দিন আহ✨মেদ বলেন, “অনেকে দাবি-দাওয়া দিয়ে এই সরকারকে অতিষ্ঠ করার চেষ্টা করছে। তাই প🎶্রতিবিপ্লব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”
ভারত সরকারকে𝔉 উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, “যদি বন্ধুত্ব চান তাহলে স্বৈরাচার খুনি শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠান। তিনি প্রতিবেশী দেশের মদদে তারা এতদিন ক্ষমতায় ছিলেন। বাংলাদেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছিলেন।”
নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে জানিয়ে বিএন꧒পির এই সিনিয়র নেতা বলেন, “দেশে গণতন্ত্র ফেরাতে হলে অবশ্যই নির্বাচন দিতে হবে। এই সরকারকে সময় দিতে চাই, গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে সময় লাগবে। দ্রুত নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করুন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত সংলাপে বসুন। গণতন্ত্র উত্তরণে তাদের কাছ থেকে উত্তরণ পরামর্শ নিন।”
হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেন, “দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার জন্য বিএনপি সহযোগিতা অব্যাহত রাখবে। জনগণের প্রতিনিধিদের রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করার সুযোগ করে দিন༺।”