• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পয়লা বৈশাখে যেসব রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৩, ০৯:৫৪ পিএম
পয়লা বৈশাখে যেসব রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে

পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকা মহানগরীতে বিভিন্ন অনুষ্ঠানে লাখো মানুষের সমাগম🉐 হবে। শুক্রবার (১৪ এপ্রিল) ভোর থেকে বিকাল পর্যন্ত  নববর্ষে সুষ্ঠু যানবাহন চলাচলের লক্ষ্যﷺে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক রমনা বিভাগের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

যেসব রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে

* বাংলামোটর- হোটেল ইন্টারকন্টিনেন্টাল-শাহবাগ-টিএসসি-দোয়েল চত্বর
* হোটেল ইন্টারকন্টিনেন্টাল–কাকরাইল-মৎসভবন-কদম ফোয়ারা
* মৎস ভবন-শাহবাগ-কাঁটাবন
* শহীদ মিনার-টিএসসি
* নীলক্ষেত-টিএসসি

রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রিক যেসবꦉ পয়েন্টে থাকবে ডাইভারশন ও রোড ব্লক-

বাংলামোটর ক্রসিং, পরিবাগ ক্রসিং, নৌবাহিনী ভর্তি তথ্য কেন্দ্র, শাহবাগ ক্রসিং, মগবাজার ক্রসিং, মিন্টো রোড ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, দুদক গলি, শিল্পকলা একাডেমি গলি, কার্পেট গলি, মৎস্য ভবন ক্রসিং, সেগুনবাগিচা, কদম ফোয়ারা ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, শিববাড়ি ক্রসিং, ঢা. বি. মেডিকেল ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, কাঁটা𓄧বন ক্রসিং, আজিজ সুপার মার্কেট গলি, বিসিএস প্রশাসন গ্যাপ, সাকুরা গলি, সবজি বাগান ক্রসিং, পুলিশ ভবন ক্রসিং, সুগন্ধা ক্রসিং, ইউবিএল ক্রসিং, সরকারি কর্মচারি হাসপাতাল ক্রসিং ও শহীদুল্লাহ হল ক্রসিং।

বর্ষবরণ অনুষ্ঠানে আগত যানবাহনের পার্কিংয়ের স্থানসমূহ-

* নৌ-বাহিনী ভর্তি তথ্য কেন্দ্র থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত
* জিরো পয়েন্ট থেকে ইউবিএল আব্দুল গণি রোড
* মৎস ভবন থেকে সেগুনবাগিচা (আইন-শৃঙ্খলা বাহিনীর গাড়িসমূহ)
* শিল্পকলা একাডেমি গলি (আইন-শৃঙ্খলা বাহিনীর গাড়িসমূহ)
* সুগন্ধা থেকে অফিসার্স ক্লাব (ভিআইপি গাড়ি ও মিডিয়ার গাড়ি পার্কিং)
* কাঁটাবন থেকে নীলক্ষেত হয়ে পলাশী ।
* দোয়েল চত্বর থেকে শহীদুল্লাহ হল পর্যন্ত।

উপর্যুক্ত যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থাসমূহ কার্যকর করার বিষয়ে এবং যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা, যানজট এড়ানো এবং জনসাধারণের যাতায়াতকে নির্বিঘ্ন ও নিরাপদ করার জন্য নগরবাসী, যানবাহন মালিক ও শ্রমিকবৃন𝓡্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

Link copied!