পোশাকশিল্পের সংকট দ্রুতই কেটে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানি🅺কারক সমিতির (ব🏅িজিএমইএ) সভাপতি ফারুক হাসান।
বুধবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ভোরের কাগজ কর্তৃক ‘পোশাক শিল্🌄পের সাম্প্রতিক সংকট সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
ফারুক হাসান বলেন, “আমরা দেখতে পাচ্ছি, বিশ্বব্যাপী ইনফ্লেশন কমে আসছে🔯। আমেরিকা-কানাডাসহ পশ্চিমা দেশগুলো ইন্টারেস্ট রেট কমিয়ে দিয়েছে। যা আগামী বছরের শুরু থেকে কার্যকর হবে।”
ফারুক হাসান আরও বলেন, “চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ থাকবেই। এটা ফেইস করেই এতদূর আমরা আসতে পেরেছি। ২০২৩ সালেও আমরা অন্যান্য দেশের থেকে ൲এগিয়ে ছিলাম। চলতি বছরের প্রথম ৭▨-৮ মাসে আমরা ইউরোপীয় ইউনিয়নে এক নম্বর ছিলাম।”
অনুষ্ঠানে বাংলাদেশ নিটওযౠ়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, “বাংলাদেশের ওপরে বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার নৈতিক অধিকার যুক্তরাষ্ট্রের নেই। তবে ♉রাজনৈতিকভাবে দেশের ওপরে কোনো পদক্ষেপ নেওয়া হলে সেটা কূটনৈতিকভাবে মোকাবিলা করতে হবে, সমাধান করতে হবে।”
মোহাম্মদ হাতেম আরও বলেন, “আইএলও কনভেশনে ট্রেড ইউনিয়নের কথা বলা হয়েছে। বঙ্গবন্ধু সেই ১৯৭৪ সালে এটাতে সই করেছেন। আমেরিকা, চায়না, ভারত এবং আমাদের তৈরি পোশাকের প্রতিযোগী ভিয়েতনাম এখনো আইএলও কনভেশনে সই করেনি। শ্রমিকদের অধিকার প্রশ্নে কোর বা ফান্ডামেন্টাল কনভেনশনালে আটটার মধ্🍷যে মাত্র দুটোতে সই করেছে আমের🦄িকা। যেখানে বাংলাদেশ সবগুলোতেই সই করেছে।”