রাজধানীর লালমাটিয়ায় অবস্থিত ‘সুরের ধারা’র অনুকূলে বন্দোবস্ত দেওয়া খাসজমির অনুমতি বাতিল করা হয়েছে। এই জমি দীর্ঘমেয়াদি বন্দোবস্তে সুরের ধারার চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যার 👍পক্ষে অনুমোদিত হয়েছিল। জমিটি ঢাকার মোহাম্মদপুর থানার রামচন্দ্রপুর মৌজায় অবস্থিত।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভূমি মন্ত🎃্রণালয়ের খাস জমি-১ অধিশাখার উপসচিব মো. আমিনুর রহমান স্বাক্ষরিত পত্রের মাধ্যমে উল্লিখিত বিষয়ে যথাযথ কার্যক্রম গ্রহণপূর্বক ভূমি মন্ত্রণালয়ে প্রতিবেদন প্রেরণ করার জন্য ঢাকা জেলা প্রশাসক অনুরোধ করা হয়েছে।
বাতিল হওয়া জমিটি খাস খতিয়ানভুক্ত, যার দাগ নম্বর সিএস ও এসএ-৬৯২, আরএস-১৮৯৫, সিটি-১১৬৬💎৭ এবং ১১৪১২। মোট জমির পরিমাণ শূন্য দশমিক ৫১২০ একর।
এই জমির সিএস ও আরএস রেকর্ডে ‘খাল’ হিসেবে শ্রেণ꧅িকরণ থাকার কারণে এই বন্দোবস্ত বাতিল করা হয়েছে বলে জানিয়ে𒁏ছে ভূমি মন্ত্রণালয়।