দৈনিক প্রথম আলোবিরোধী আন্দোলনকে ছত্রভঙ্গ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে টিয়ার শেল ও সাউন♉্ড গ্রেনেড ব্যবহ🌞ার করেছে পুলিশ।
রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যা স📖াড়ে ৬টার দিকে রাজধানীর কাওরান বাজারে এই ঘটেছে।
বিক্ষোভকারীরা জানান, ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে প্রথম আলো ও ডেইলি স্টার। ফলে তাদের তওবা করার জন্য এ জিয়াফত কর্মসূ🐻চি করা হচ্ছে। এখানেই রান্না করে সবাইকে খাওয়ানো হবে।
ঘটনার বিবরণ জানিয়ে প্রথম আলোর একজন সংবাদকর্মী জান♐ান, বাইরে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়ার ঘটনা ঘটছে। একটা ভীতিকর অবস্থা তৈরি হয়েছে। প্রথম আলোর কর্মীরা সবাই ভেতরে অবস্থান করছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পরি𒅌স্থিতি ⭕নিয়ন্ত্রণে এনেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যা। তবে, থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এর আগে দুপুরে রাজধানীর কাওরান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জোড়া গরুও জবেহ কর্মসূচি শুরু করে বিক্ষোভকারীরা। পরে তারা কালো রঙের♛ একটি গরু জবাই করে।