পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মꦛিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি।
সোমবার (১৫ জানু♈য়ারি) এক অভিনন্দন বার্তা পাঠা🌜ন সিসি।
অভিনন্দন বার্তায় আবদেল ফাত্তাহ আল সিসি বলেন, “বাংলাদেশের প﷽্রধানমন্ত্রী হিসেবে নতুন মেয়াদে জয়ী হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। নির্বাচনে আপনার জয়লাভ আপনার নেতৃত্বের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসকে প্রতিফলিত করে🦄।”
꧒মিশরের প্রেসিডেন্ট আরও বলেন, “মিশর এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহওাস রয়েছে। আমি নিশ্চিত যে আমাদের পারস্পরিক সহযোগিতায় দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলোতে আরও বৃদ্ধি পাবে।”
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্নির্বাচিত করার জন্য বাংলাদꦿেশের জনগণকে ধন্যবাদ জানান মিশরের প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মঙ্গল এবং অব্যাহত সাফল্যের প্রশংসা করেন সিসি।