আন্তর্জাতিক নারী সম্মেলনে🎃 যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ 🙈হাসিনা সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে সৌদির উদ্দেশে রওনা হন তিনি।
ইসলামিক সহযোগিতা 𒉰সংস্থা ও সৌদি সরকারের যৌথ উদ্যোগে জেদ্দায় ‘ইসলামে নারী: মর্যাদা ও ক্ষমতায়ন’ শীর𓆏্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
এছাড়া প্রধানমন্ত্রী স্থানীয় স🐓ময় দুপুর দেড়টায় মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্🦂তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
ইসলামি সহযোগিতা সংস্থার (ওജআইসি) সদর দপ্তরের সমন্বয়ে সৌদি ৬ থেকে ৮ নভেম্বর এই সম্মেলনের আয়োজনꦿ করছে।
প্রধানমন্ত♛্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে বিষ🌱য়টি নিশ্চিত করেন।
এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী মহানবী (সা.) এর রওজা মোবা🍸রকে ফাতেহা ✤পাঠ করবেন।
শেখ হাসিনা সোমবা♎র ট্রেনে জেদ্দꩲার উদ্দেশে মদিনা ত্যাগ করবেন। সন্ধ্যায় তিনি সম্মেলনে যোগ দেবেন এবং ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রী ওআইসি মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা, ইরানের নারী ও পরিবারবিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এনসেইহ খাজালি, ওআইসি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ড. আফনান আলশুয়াইবি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহ🐓ানের সঙ্গে বৈঠক করবেন।
সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি তিনি উইমಌেন ইন ইসলাম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন এবং তার সম্ম💞ানে ভোজসভায় অংশ নেবেন। পরে তিনি জেদ্দা ত্যাগ করবেন এবং এরপর মক্কা যাবেন ও সেখানে ওমরাহ পালন করবেন।
মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় তিনি দেশের উদ্দেশে মক্কা ত্যাগ করবেন। প্রধান🎀মন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি🌳 বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।
ফ্লাইটটি বুধবা🅺র সকাল🐲 ৮টায় ঢাকায় অবতরণের কথা রয়েছে।