কলম্বো সফর শেষে ঢাকায় ফিরেছেন মার্কিন রাষꦆ্ট্রদূত পি🌃টার হাস। সোমবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।
এদিকে, বিমান থেকে নামার পর স🎃াংবাদিকরা কথা বলতে চাইলে কো😼নো মন্তব্য করেননি পিটার হাস।
এর আগে সকাল ৭টা ৫০ মিনিটে শ꧑্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কলম্বো থেকে ঢাকার উদ্দেশে রওনা হন মার্কিন রাষ্ট্♕রদূত।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলগুলোর মধ্যে সংলাপের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন পিটার হাস। এর মধ্যে গত ১৬ꦅ নভেম্বর হঠাৎ ছুটিতে যাওয়ার জন্য তাকে নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।