পুঁজিবাজারে তালিকা𒁏ভুক্ত কোম্পানি ডাচ্-বাংলা বꦫ্যাংক লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
সোমবার (২৭ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক🤡 এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে🎀।
এর আগে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে নাম পরিবর্তনের অনুমতি চায় ডা💮চ্-বাংলা ব্যাংক। এরই ধারাবাহিকতায় সার্বিক দিক༒ বিবেচনা করে ব্যাংকটির নাম পরিবর্তন করার অনুমতি দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।
তথ্যমতে, কোম্পানিটির নাম ‘ডাচ🦩্-বাংলা ব্যাংক লিমিটেড’ এর পরিবর্তে ‘ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই। সোমবার থেকে কোম্পানির নতুন নাম কার্যকর হয়েছে।
না♑ম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষꦡয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে ডাচ্-বাংলা ব্যাংক।