• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রাজধানীতে রাতভর ডাকাতি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৪, ০৮:৪৩ এএম
রাজধানীতে রাতভর ডাকাতি

রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। এ খবরে আতঙ্ক🌺গ্রস্ত পুরো রাজধানীবাসী। রাজধানীর বিভিন্ন এলাকায় নিজস্ব টিম গঠন করে পাহারা দিচ্ছেন ๊স্থানীয় বাসিন্দারা।

বুধবার (৭ আগস্ট)  ;রাতে এ সংক্রান্ত একটি ফেসবুক পোস্ট দ🐬েন অভিনেত্রী ত🃏াসনিয়া ফারিণ।

পোস্টে তিনি একটি ভিডিওর ক্যাপশনে লেখেন, উত্তরা সেক্টর ১২ তে ডাকা𝄹ত ঢুকেছে। প্রিয়াংকা সিটি ও আশপাশের মানুষ একটু সতর্ক থাকেন।

এ ছাড়া রাত সাড়ে ১২টা থেকে সাভার, মানিকগঞ্জ, মোহাম্মদপুর, শেখেরটেক, মিরপুর-৬, মিরপুর-২, নবোদয় হাউজিং, বসিলা, ঘাটারচর দুদু মার্কেট, মানিকদি, কালশী, ইসিবি চত্বর, ধানমন্ডি ও উত্তরা এলাকায় ডাকাতির খবর পাওয়া যায়। এসব এলাকায় বিভিন𒊎্ন মসজিদে মাইকিং করে সবাইকে সতর্ক করা হচ্ছে।

এ সংক্রান্ত বেশকিছু ভিডিও সাম⛄াজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দাবি করা হয়, এসব এলাকায় ডাক♐াতি হচ্ছে।

‘আমরা সাভারবাসী’ নামক ফেসবুক গ൲্রুপে দেখা যায়, সেনাদের হাতে আটক একজনকে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ইসিবি চত্বরে দুজন꧙কে ও মোহাম্মদপুরের বসিলায় কয়েকজনকে গণপিটুনি দিয়ে বেঁধে রেখেছে এলাকাবাসী।

তবে ডাকাত෴ির এসব খবর সত্য নাকি গুজব এ বিষয়ে নিশ্চিত হওয়া যা💟য়নি।

এদিকে আইএসপিআর থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্💞থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্𝓡যরা মোতায়েন রয়েছে।

Link copied!